সাতক্ষীরায় প্রতিবন্ধী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২০ | আপডেট: ৫:৫১:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২০

নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরায় বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বনভোজন-২০২০ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় স্কুল পরিচালনা পরিষদের সভাপতি বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী প্রমুখ।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা শেখ হারুন উর রশিদ, জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক দেবাশীস সরদার, জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরার চেয়ারম্যান জ্যোস্না আরা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের সেক্রেটারী মোহাম্মদ আবু সায়ীদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ-জোহরা, শহর সমাজসেবা অফিসার মো. মিজানুর রহমান, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, সাতক্ষীরা ফায়ার সার্ভিস’র ফায়ার স্টেশন কর্মকর্তা আজিজুর রহমান, সুইড খ্যাতিমুন্নেসা হানিফ লস্কর প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক ফারজিনা নাহিদ নিগার।
প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, যারা প্রতিবন্ধীদের কল্যাণে সহযোগিতা করে তারা প্রকৃত পক্ষে উদার ও ভাল মনের মানুষ। প্রতিবন্ধীরা এখন শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে সমাজে স্বাভাবিক মানুষের মত জীবন যাপন করছে এবং তাদের কর্মকান্ড দেখে আমরা এখন অবাক হয়ে যায়। কোমলমতি প্রতিবন্ধী শিক্ষার্থীদের উৎসাহ দিতে যারা সহযোগিতা করেছেন তাদের তিনি এ সময় ধন্যবাদ জানান।

বিকালে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলের সহকারি শিক্ষক সাইফুর রহমান।

সুন্দরবনটাইমস.কম/ডেক্স


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক