পাইকগাছায় কপোতাক্ষের ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ পরিবারের চর ভরাটি জমি জবর দখলের অভিযোগ

প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ, জুন ২২, ২০১৯ | আপডেট: ৯:০৭:অপরাহ্ণ, জুন ২২, ২০১৯

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা:
পাইকগাছায় প্রতিপক্ষদের বিরুদ্ধে কপোতাক্ষ নদের ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ পরিবারের ভোগ দখলে থাকা চর ভরাটি জমি জবর দখল করে ভেড়ি বাঁধ নির্মাণ ও মাটি কেটে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভূক্তভোগীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করেছে।
প্রাপ্ত অভিযোগে জানা গেছে, উপজেলার গদাইপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হিতামপুর গ্রামের মালো সম্প্রদায়ের অসংখ্য পরিবার কপোতাক্ষ নদের তীরে দীর্ঘদিন বসবাস করে আসছে। কপোতাক্ষের অব্যাহত ভাঙ্গনে বেশির ভাগ পরিবার সর্বস্ব হারিয়ে ভূমিহীন হয়ে পড়েছে। এদিকে, কপোতাক্ষের ভাঙ্গনে বিলিন হওয়া জমি নদীর অপর পাড়ে রাড়–লী ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পের পাশ দিয়ে হিতামপুর মৌজায় নতুন চর সৃষ্টি হয়েছে। উক্ত চর ভরাটি ১৫ বিঘা জমি হিতামপুর গ্রামের অসীম বিশ্বাস, সুবোল বিশ্বাস, উজ্জ্বল বিশ্বাস, সিতেনাথ বিশ্বাস, সাধন বিশ্বাস, খোকন বিশ্বাস, সুভাষ বিশ্বাস, রবীন বিশ্বাস, মহিতোষ বিশ্বাস সহ অসংখ্য পরিবার ভোগ দখল করে আসছে। এদের ভোগ দখলীয় জমি প্রতিপক্ষ রাড়–লী গ্রামের মৃত পদ্দ বিশ্বাসের ছেলে রঞ্জন বিশ্বাস, হিতামপুর গ্রামের দেবব্রত বিশ্বাস ও নিত্য বিশ্বাস সহ তাদের লোকজন জবর দখল করে ভেড়ি বাঁধ দিয়েছে এবং পার্শ্ববর্তী ভাটার লোকজন নৌকায় করে মাটি কেটে নিয়ে যাচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। প্রতিপক্ষদের এসব কাজে বাঁধা দিতে গেলে বিভিন্ন প্রকার ভয়-ভীতি প্রদর্শন সহ হয়রানী করার হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন, অভিযোগকারীরা। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ১৬জন এলাকাবাসী প্রতিপক্ষ রঞ্জন গংদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক