পাইকগাছার ৬ ইট ভাটাকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২৩ | আপডেট: ৭:৫৪:অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২৩

পাইকগাছার ৬টি ইট ভাটাকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। নিয়ম বহির্ভূতভাবে ইট ভাটা পরিচালনা করায় পরিবেশ অধিদপ্তর থেকে এ জরিমানা করা হয়।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

উল্লেখ্য, উপজেলার যত্রতত্র অবাধে গড়ে উঠেছে ইট ভাটা। বেশিরভাগ ইট ভাটা নিয়ম বহির্ভূতভাবে পরিচালিত হওয়ায় কৃষি ও পরিবেশের জন্য এ সব ইটভাটা হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। এদিকে রোববার দিনভর উপজেলার বিভিন্ন ইট ভাটায় অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর খুলনার নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফুর রহমান।

এ সময় নিয়ম বহির্ভূতভাবে ইট ভাটা পরিচালনা করায় ৬ ইট ভাটা মালিককে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা করা হয় বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম।


আপনার মতামত লিখুন :

আমিনুল ইসলাম বজলু। নিজস্ব প্রতিবেদক। পাইকগাছা, খুলনা