পাইকগাছা উপজেলা মাসিক আইন শৃংখলা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:১১ অপরাহ্ণ, জুন ২৪, ২০১৯ | আপডেট: ১০:১১:অপরাহ্ণ, জুন ২৪, ২০১৯

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা:
পাইকগাছা উপজেলা মাসিক আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়নার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএসএম মারুফ হাসান, থানার সেকেন্ড অফিসার আবু সাঈদ। উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, কওসার আলী জোয়াদ্দার, কেএম আরিফুজ্জামান তুহিন, রিপন কুমার মন্ডল, গাজী জুনায়েদুর রহমান, চিত্ত রঞ্জন মন্ডল, প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা এএইচএম জাহাঙ্গীর আলম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণুপদ বিশ্বাস, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, পরিবার পরিকল্পনা কর্মকর্তা এসএম কবির হোসেন, শিক্ষা কর্মকর্তা গাজী সাইফুল ইসলাম, প্রকৌশলী আবু সাঈদ, খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম সিদ্দিকী ফিরোজ, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, পল্লী উন্নয়ন কর্মকর্তা আলী হোসেন, একাডেমিক সুপার ভাইজার মীর নুরে আলম সিদ্দিকী, উপ-সহকারী প্রকৌশলী ফরিদ হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়া রানী রায়, আনসার ও ভিডিপি কর্মকর্তা আশালতা, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন, শেখ আজিজুর রহমান ও গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মহিদুল ইসলাম। সভায় গ্রাম আদালত কার্যক্রম জোরদার, স্কুলগামী ছেলে-মেয়েদের সচেনতা বৃদ্ধির উপর গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়। পরে একই স্থানে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা ও উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

 

সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক