পাইকগাছায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, জুন ৬, ২০২২ | আপডেট: ৯:১৯:অপরাহ্ণ, জুন ৬, ২০২২
প্রতিকী ছবি

পাইকগাছা উপজেলার সোলাদানা ইউপির পশ্চিম কাইনমুখী এলাকার আমুড়কাটায় পুকুরের পানিতে ডুবে নন্দিনী নামের (২১ মাস) এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে উপজেলার সোলাদানা ইউপির পশ্চিম কাইনমুখী এলাকার আমুড়কাটা গ্রামে ওই ঘটনা ঘটেছে। শিশু নন্দিনি ওই এলাকার রাজিব ঢালীর মেয়ে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

এলাকাবাসী ও শিশুটির পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকাল ১১টার দিকে শিশুটি বাড়ির পাশেই খেলছিল। এসময় অসাবধানতা বশত সকলের অগোচরে সে বাড়ির পাশ্ববর্তী একটি পুকুরে পড়েযায়। শিশুটির মা দূর থেকে ঘটনা দেখতে পেয়ে দ্রুত দৌড়ে এসে তাৎক্ষণিক শিশুটিকে পুকুরের পানি থেকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃন্ময় কুমার জানান, হাসপাতালে পৌছানোর আগেই নন্দিনীর মৃত্যু হয়েছে।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটির মৃত্যুর ঘটনায় পরিবারের কারো কোন অভিযোগ না থাকায় লাশের সুরুতহাল রিপোর্ট শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সংক্রান্ত থাকায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

সর্বশেষ শিশুটির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

আমিনুল ইসলাম বজলু। নিজস্ব প্রতিবেদক। পাইকগাছা, খুলনা