পাইকগাছার ইউএনও’র প্রাণিসম্পদ অফিসের সীমানা প্রাচীরের নির্মাণ কাজ পরিদর্শন

প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ, জুন ২২, ২০১৯ | আপডেট: ৯:০৭:অপরাহ্ণ, জুন ২২, ২০১৯

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা:
পাইকগাছা উপজেলা প্রাণিসম্পদ অফিসের নির্মাণাধীন সীমানা প্রাচীরের কাজ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়না। তিনি শনিবার সকালে নির্মাণ কাজ পরিদর্শনে যান। এ সময় উপস্থিত পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন, উপজেলা প্রাণিসম্পদ অফিস সড়কের পাশে ড্রেনেজের জন্য কোন জায়গা না রেখেই প্রাণিসম্পদ অফিস সীমানা প্রাচীর নির্মাণ করছে। নির্মাণ কাজ সম্পন্ন হলে হাসপাতালসহ উপজেলা পরিষদ এলাকার পানি ও পয়ঃনিস্কাশন ব্যবস্থা বাঁধাগ্রস্থ হবে। ভবিষ্যতের কথা চিন্তা করে ড্রেনেজ ব্যবস্থার জায়গা রেখে সীমানা প্রাচীর নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য ইউএনও’র প্রতি আহবান জানান পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএসএম মারুফ হাসান।

 

সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক