সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রদলের উদ্দ্যোগে জীবানুনাশক স্প্রে ও মাস্ক বিতরন

প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২০ | আপডেট: ৮:৫৮:অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২০

সংবাদদাতা, তালা(সাতক্ষীরা):
দেশের চলমান ক্রান্তিকালে করোনা ভাইরাস প্রতিরোধে সাধারন মানুষকে সচেতন করার লক্ষে সাতক্ষীরা জেলাব্যাপী জনসচেতনতা, জীবানুনাশক স্প্রে ছেটানো ও মাস্ক বিতরন কর্মসূচী ঘোষনা করেছে সাতক্ষীরা জেলা ছাত্রদল।
এ কর্মসূচির অংশ হিসেবে তৃতীয় দিনের মত রবিবার (২৯মার্চ) জেলা ছাত্রদলের তত্ত্বাবধানে ও সদর উপজেলা ছাত্রদলের উদ্দ্যোগে জেলা ছাত্রদলের সভাপতি শেখ শরিফুজ্জামান সজিবের উপস্থিতিতে উপজেলার বিভিন্ন এলাকায় জীবানু নাশক স্প্রে ও মাস্ক বিতরন করা হয়।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

এসময় ছাত্রদল নেতারা বাড়িতে বাড়িতে গিয়ে সাধারন মানুষকে সামাজিক দুরুত্ব বজায় রাখতে এবং অপ্রয়োজনে বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দেন।
এসময় ছাত্রদল নেতা মনজুরুল আলম বাপ্পি, ফারহান মাসুক, ওয়াহিদুজ্জামান, তরিকুল, ইমরানসহ অনেকেই উপস্থিত ছিলেন ।

এব্যাপারে জেলা ছাত্রদলের সভাপতি শেখ শরিফুজ্জামান সজিব বলেন, এই ক্রান্তিকালীন সময়ে সাতক্ষীরা জেলা ছাত্রদল এর ক্ষুদ্র প্রচেষ্টা। দেশের সকল সংকটময় মুহুর্তে অতীতেও জাতীয়তাবাদী ছাত্রদল দেশ ও জনগনের পাশে ছিলো, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। দূর্যোগময় এ সময় জুড়েই আমাদের কর্র্মসূচি অব্যহত থাকবে।

সুন্দরবনটাইমস.কম/ডেক্স

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক