পাইকগাছার বিভিন্ন কলেজে উদ্বোধনী ক্লাস ও পরিচিতি মূলক অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, জুলাই ১, ২০১৯ | আপডেট: ৮:৫৯:অপরাহ্ণ, জুলাই ১, ২০১৯

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা:
পাইকগাছায় বিভিন্ন কলেজের একাদশ শ্রেণির ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস উদ্বোধনী ও পরিচিতি মূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পাইকগাছা সরকারি কলেজ মিলনায়তনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির বরণ মন্ডলের সভাপতিত্বে ও প্রভাষক মাসুদুর রহমান মন্টু ও আসাবুর রহমান শিমুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়না। বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, প্রাক্তন সহকারি অধ্যাপক রমেন্দ্রনাথ সরকার, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু, মুক্তিযোদ্ধা রণজিৎ সরকার, শিক্ষার্থী ওশিন, মুন্নি খাতুন, অনন্যা রহমান নিশি ও নাফিস আল জুবায়ের। ফসিয়ার রহমান মহিলা কলেজ মিলনায়তনে অধ্যক্ষ মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে ও প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফসিয়ার রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মাসফিয়ার রহমান সবুজ। বক্তব্য রাখেন, এসএম মোজাম্মেল হক, সহকারি অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস, এসএম হাফিজুর রহমান, গাজী নূর মোহাম্মদ, প্রভাষক নাসরিন আরা, তাপস কুমার মন্ডল, অভিভাবক মোঃ আব্দুল আজিজ, প্রাক্তন শিক্ষার্থী নাজমুন নাহার, শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস তিশা, হোসনেয়ারা ও দিশা সরকার। অনুরূপভাবে রাড়–লী আরকেবিকে হরিশ্চন্দ্র ইনস্টিটিউট মিলনায়তনে অধ্যক্ষ গোপাল চন্দ্র ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ওসি এমদাদুল হক শেখ। বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ গোলদার, লিয়াকত আলী শেখ, সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সাতক্ষীরা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শেখ ইমান আলী, ক্যাম্প ইনচার্জ সঞ্জয় দত্ত, শিক্ষক রবিউল ইসলাম ও আব্দুল গফফার, শিক্ষার্থী ইরিনা পারভীন, পুষ্প, দিপা দাশ ও পিয়া।

 

 

সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক