পাইকগাছায় বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ণ, জুলাই ১, ২০১৯ | আপডেট: ৯:৩৩:অপরাহ্ণ, জুলাই ১, ২০১৯

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা:
পাইকগাছায় মৎস্য ঘেরের বিদ্যুৎ সংযোগ মেরামত করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
প্রাপ্ত সূত্রে জানাগেছে, উপজেলার সোলাদানা ইউনিয়নের খালিয়ারচক গ্রামের জনৈক নৃপেন মন্ডল তার বসতবাড়ীর মিটার থেকে আধা কিলোমিটার দূরত্বে মৎস্য লিজ ঘেরে বিদ্যুৎ লাইন ব্যবহার করে আসছে। ঘটনার দিন বিদ্যুৎ লাইনের ট্রুটি দেখা দেওয়ায় নৃপেন ঘের কর্মচারী ইসলামের মাধ্যমে রোববার বিকাল সাড়ে ৫টার দিকে একই এলাকার সুবোল মন্ডলের ছেলে আদর্শ মন্ডল (২৪) কে লাইন মেরামতের জন্য ঘেরে ডেকে নিয়ে যায়। মেরামতের এক পর্যায়ে বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে আদর্শ ঘেরের পানিতে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন। এ দিকে আদর্শের মৃত্যু নিয়ে এলাকায় নানা গুঞ্জন সৃষ্টি হলে থানা পুলিশ সোমবার সকালে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে ওসি মোঃ এমদাদুল হক শেখ জানিয়েছেন।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

 

সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক