পাইকগাছায় ৫ হাজার জেলেদের মাঝে খাদ্য সহায়তা প্রদান

প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, মে ৩১, ২০১৯ | আপডেট: ৯:৪৪:অপরাহ্ণ, মে ৩১, ২০১৯

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা:
পাইকগাছায় প্রায় ৫ হাজার জেলেদেরকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। গত ২০ মে থেকে ১৯ জুন পর্যন্ত এক মাসের জন্য প্রত্যেক জেলেদেরকে ৪০ কেজি করে মোট ১৯৪.৫২ মেট্রিকটন চাল প্রদান করা হয়। প্রসঙ্গত, দেশের সাগরে ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সব ধরণের মাছ আহরণ বন্ধ রয়েছে। এ সময় সাগরে মাছ আহরণ করে যে সব জেলেরা জীবিকা নির্বাহ করে থাকে তাদের জন্য বিকল্প ব্যবস্থা হিসাবে সরকার খাদ্য সহায়তা প্রদানের উদ্যোগ নিয়েছে। নিষেধাজ্ঞার এ সময়ে দেশের সকল জেলেরা প্রতি মাসে মাথা পিছু ৪০ কেজি করে খাদ্য সহায়তা পাবে। সরকারি এ সহায়তার অংশ হিসেবে পাইকগাছার ৪ হাজার ৮শ’ ৬৩ জন জেলেকে প্রথম বারের মত প্রত্যেককে ৪০ কেজি করে মোট ১৯৪.৫২ মেট্রিকটন খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা মৎস্য দপ্তর কর্তৃপক্ষ ১০ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বরদের মাধ্যমে জেলেদের জন্য নির্ধারিত খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, খাদ্য গুদাম কর্মকর্তা হাবিবুর রহমান, লতার ইউপি চেয়ারম্যান চিত্তরঞ্জন মন্ডল, সহকারী মৎস্য কর্মকর্তা এসএম শহীদুল্লাহ, প্যানেল চেয়ারম্যান আব্দুল হামিদ গাজী ও ইউপি সদস্য জাহান আলী।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক