পাইকগাছায় ২৫ হাজার শিশুকে খাওয়ানো হলো ভিটামিন এ প্লাস

প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২০ | আপডেট: ৮:৪৬:অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২০

নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা(খুলনা):
পাইকগাছায় ২৫ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হয়েছে। শনিবার ২৪১টি টিকাদান কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ২ হাজার ৬৯৫ ও ১২-৫৯ মাস বয়সী ২২ হাজার ৮৬৫ শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হয়।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

এ উপলক্ষে সকালে টাউন মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বিভিন্ন শিশুদের ভিটামিন এ প্লাস খাওয়ান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র শিকারী, এমটিইপিআই শাহানারা খাতুন, স্বাস্থ্য পরিদর্শক নূর আলী মোড়ল ও চায়না সরকার।

সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক