পাইকগাছায় হরিণের মাংস সহ আটক: ২

প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০১৯ | আপডেট: ৮:৪৯:অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০১৯

নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা(খুলনা):
পাইকগাছা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে হরিণে মাংস সহ সোস্যাল ইসলামী ব্যাংকের ম্যানেজার ও এক কর্মচারীককে আটক করেছে। এ ঘটনায় থানায় বন্য প্রানী সংরক্ষন আইনে ৪ জনের নামে মামলা হয়েছে।


সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

মামলা সূত্রে জানাগেছে, থানা পুলিশের এস আই মিন্টু মিয়া গোপন সংবাদে সঙ্গীয় ফোর্স নিয়ে পাইকগাছা পরিবহন কাউন্টার এলাকা থেকে রাত ৮ টায় ব্যাংক ম্যানেজার জহুরুল ইসলাম ও কর্মচারী ফিরোজ আহম্মেদ কে আটক করে। আটকৃত জহুরুল কুষ্টিয়া জেলার জুগিয়া গ্রামের মৃঃ আঃ মান্নান এর ছেলে ও ফিরোজ উপজেলার লস্কর গ্রামের সাত্তার গাজীর ছেলে। এসময় তাদের কাছ থেকে আড়াই কেজি হরিনের মাংস উদ্ধার করা হয়। এবিষয়ে থানায় ৪ জনের নামে মামলা হয়েছে। মামলা নং ১৫। মামলায় অন্যরা হলেন দক্ষিন সলুয়ার জগবন্ধু কুমারের ছেলে সমর কুমার ও নুর ইসলাম। ওসি এমদাদুল হক শেখ বলেন আসামিদের মামলা দিয়ে কোর্টে সোপার্দ করা হয়েছে।

 

 

সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা



আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক