পাইকগাছায় ট্রাক-পিকআপ দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত : আহত ২

প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০১৯ | আপডেট: ৮:৪৫:অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০১৯

নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা(খুলনা):
পাইকগাছায় ট্রাক ও পিকআপ দুর্ঘটনায় মফিজুল (৪০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় ২ জন আহত হয়েছে। পুলিশ দুর্ঘটনা কবলিত পিকআপ জব্দ করেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরী হয়েছে। শুক্রবার ভোর ৫টার দিকে পাইকগাছা-কয়রা সড়কের শিববাটি ব্রিজের দক্ষিণ পাশে নির্মাণাধীন কৃষি কলেজের সামনে এ দুর্ঘটনাটি ঘটেছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, নির্মাণাধীন কৃষি কলেজের সামনে প্রধান সড়কের সিমেন্ট বোঝাই একটি ট্রাক রাখা ছিল। এদিকে ঘটনার সময় খুলনা থেকে কয়রার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি পিকআপ (ঢাকা মেট্রো ড-১৪-৪৯০৭) দ্রুত গতিতে সিমেন্ট বোঝাই ট্রাকে ধাক্কা দেয়। এ সময় পিকআপে থাকা লক্ষ্মীখোলা গ্রামের মহিউদ্দিন তরফদারের ছেলে মাছ ব্যবসায়ী মফিজুল তরফদার (৪০) নিহত হয়। খবর পেয়ে থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় দুমড়ে-মুচড়ে যাওয়া পিকআপের কেবিন কেটে মফিজুলের লাশ উদ্ধার করে। এ ঘটনায় আহত মেহেদী হাসান ও জামাল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ ক্ষতিগ্রস্থ পিকআপটি জব্দ করেছে। পুলিশ বলছে, নিহতের পকেটে থাকা ৪ লক্ষাধিক টাকা উদ্ধার করে থানায় সংরক্ষিত রয়েছে। এ ঘটনায় কোন মামলা না হলেও থানায় একটি সাধারণ ডায়েরী হয়েছে। এদিকে, জুম্মাবাদ জানাযা শেষে মফিজুলকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

 

 

 

সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক