পাইকগাছায় মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত ৩

প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০১৯ | আপডেট: ৮:৫৪:অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০১৯

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:
ঈদের দিন সকালে পাইকগাছায় বেপরোয়া মোটর সাইকেল চালানোর সময় মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষার্থী নিহত ও ৩ জন আহত হয়েছে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মর্মান্তিক এ দূর্ঘটনাটি পৌর সদরের শিববাটী ব্রীজ রোডের নির্মানাধীন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে ঘটে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, ঈদের দিন সোমবার সকাল এগারোটার দিকে উপজেলার লক্ষীখোলা এলাকা থেকে কয়েকজন শিক্ষার্থী বেপরোয়া মোটর সাইকেল চালিয়ে উপজেলা সদরে আসছিলো। পথিমধ্যে তারা শিববাটি ব্রীজে রোডের টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে পৌছালে অভ্যন্তরীন সড়ক থেকে আসা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় লক্ষীখোলা গ্রামের মান্নান মোল্যার ছেলে ফায়েক (১৬), মুজিবর রহমানের ছেলে আকাশ (১৬), একই এলাকার মান্নান এর ছেলে নাহিদ (১৬) ও ঠাকুরন বাড়ী চক গ্রামের সুধীর মন্ডলের ছেলে শংকর মন্ডল (৪৫) গুরুত্বর আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তবরত চিকিৎসক ডাঃ প্রশান্ত কুমার মন্ডল ফায়েককে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে আকাশ ও শংকরের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয় বলে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার জানান। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে ওসি মোঃ এমদাদুল হক শেখ জানান।

 

 

সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক