পাইকগাছা সরকারি কলেজের ২১ শিক্ষক কর্মচারীর কাছে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি পরিচয়ে চাঁদা দাবি-থানায় জিডি

প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০১৯ | আপডেট: ৮:২৫:অপরাহ্ণ, আগস্ট ৮, ২০১৯


পাইকগাছা (খুলনা) সংবাদদাতা :
পাইকগাছা সরকারি কলেজের ২১ শিক্ষক কর্মচারী সহ বিভিন্ন সরকারি কর্মকর্তাদের নিকট পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির পরিচয়ে চাঁদা দাবি করা হয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। প্রাপ্ত অভিযোগে জানাগেছে, গুজব ও ডেঙ্গু আতঙ্কের পর এবার চাঁদা দাবির আতঙ্কে রয়েছেন চাকুরিজীবী কর্মকর্তা-কর্মচারীরা। সম্প্রতি বিভিন্ন সরকারি কর্মকর্তাদের কাছে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি (সর্বহারা) পরিচয় দিয়ে মোবাইলে ফোন করে চাঁদা দাবি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে পর্যায়ক্রমে পাইকগাছা সরকারি কলেজের ২১ শিক্ষক, কর্মচারীর কাছে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি (সর্বহারা) পরিচয় দিয়ে চাঁদা দাবি করে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির বরণ মন্ডল জানান, একই নম্বর থেকে প্রত্যেক শিক্ষক কর্মচারীর কাছে চাঁদা দাবি করা হয় এবং চাঁদার টাকা তাদের দেওয়া বিকাশ নম্বরে বিকাশ করার কথা বলে। চাঁদার টাকা দিতে না পারলে পরিবারের সদস্যদের তুলে নেওয়া সহ জীবন নাশের হুমকি দেয়। এ ঘটনার পর শিক্ষক কর্মচারী ও পরিবারের সবাই উদ্বিগ্ন এবং ভীত সম্ভ্রস্ত হয়ে পড়েছে। এ ঘটনায় শিক্ষক কর্মচারীদের পক্ষ থেকে থানায় জিডি করা হয়েছে। যার নং- ৩৫৮, তাং- ০৮/০৮/১৯ইং। এ ব্যাপারে ওসি এমদাদুল হক শেখ জানান, এ ধরণের অভিযোগ পেয়েছি, তবে এতে উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। থানা পুলিশের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে এবং এর সঙ্গে যারা জড়িত রয়েছে তাদেরকে খুব দ্রুত আইনের আওতায় আনা হবে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক