পাইকগাছায় ব্যবসায়ীর ছেলেকে ইয়াবা দিয়ে ফাঁসানো চেষ্টা

প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০১৯ | আপডেট: ৮:৩১:অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০১৯

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা :
পাইকগাছায় কতিপয় যুবকদের বিরুদ্ধে ব্যবসায়ীর ছেলেকে ইয়াবা দিয়ে ফাঁসানো চেষ্টার ঘটনায় ব্যবসায়ী সহ এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে সংশি¬ষ্ট ইউপি চেয়ারম্যান শালিশী বৈঠক করে এক যুবকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন বলে জানাগেছে। প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলার গদাইপুর গ্রামের আলতা নূর গাজীর আগড়ঘাটা বাজার সংলগ্ন ভেদামারীর মোড়ে রিপন ষ্টোর নামে একটি মুদি দোকান রয়েছে। ঘটনার দিন গত ৭ এপ্রিল দুপুর দেড়টার দিকে দোকানে ছিল নূর গাজীর ছেলে শরিফুল (১৯)। শরিফুল জানায়, হঠাৎ অত্র এলাকার দীপংকর নামের এক যুবক আমার কাছে একটা কাগজের পুটলা রেখে যায়। কিছুক্ষণ পর পুটলাটি নিতে আসে দীপংকর। পুটলাটি দেওয়ার সময় দীপংকরের সহযোগী বাদশা নামে আরেক যুবক ভিডিও করে। এ সময় বাবু নামে এক যুবক দোকানে ঢুকে ইয়াবা বিক্রির অভিযোগ এনে আমার নিকট ৬০ হাজার টাকা দাবি করে। আমি টাকা দিতে অস্বীকার করলে রহমত ও তার সহযোগিরা আমাকে মারপিট করে পুলিশকে খবর দেয়। শরিফুলের পিতা আলতা নূর গাজী জানান, পুলিশ এসে বিষয়টি ষড়যন্ত্র এবং আমার ছেলেকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে বুঝতে পেরে চলে যায়। পরে বিষয়টি বাজার কমিটির সভাপতি আলাউদ্দীনকে জানালে তিনি চেয়ারম্যানকে জানান। চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার ওই দিন রাতে আগড়ঘাটা বাজারস্থ তার নিজস্ব কার্যালয়ে শালিসী বৈঠক ডাকেন। শালিসে বাবু উপস্থিত হলেও অন্যরা হাজির হয়নি। বাবু বিষয়টি ষড়যন্ত্র ও সাজানো স্বীকার করলে চেয়ারম্যান বাবুকে মারপিট করে শাসন করে। এ ব্যাপারে ইউপি সদস্য আলাউদ্দীন জানান, যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে চেয়ারম্যান ব্যবস্থা নিয়েছে। শরিফুলের পিতার দাবি ওরা যেভাবে ষড়যন্ত্র শুরু করেছিল তাতে আমার ব্যবসা ধ্বংস এবং নিষ্পাপ কিশোর ছেলের জীবনটায় নষ্ট হয়ে যেত। ভবিষ্যতে যাতে কেউ এ ধরণের ষড়যন্ত্রের শিকার না হয় এ জন্য তিনি ষড়যন্ত্রকারী যুবকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশি¬ষ্ট পুলিশ ও প্রশাসনের প্রতি দাবি জানান।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

A.I.B/Paik/8.30 PM


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক