সুস্থ, সবল জাতি ছাড়া উন্নত দেশ গঠন সম্ভব নয়: এমপি আক্তারুজ্জামান বাবু

প্রকাশিত: ১০:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০১৯ | আপডেট: ১০:৪৬:অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০১৯

আমিনুল ইসলাম বজলু, পাইকগাছা (খুলনা) সংবাদদাতা:
খুলনা-৬ পাইকগাছা-কয়রার সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু বলেছেন, স্বাস্থ্য মানুষের মৌলিক অধিকার। সুস্থ, সবল জাতি ছাড়া উন্নত সুখী সমৃদ্ধিশালী দেশ গঠন সম্ভব নয়। এ জন্য বর্তমান সরকার স্বাস্থ্য খাতকে অধিক গুরুত্ব দিয়েছেন। শেখ হাসিনার নেতৃত্বে সরকার ইতোমধ্যে স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টিনীতিমালা প্রণয়ন করেছে। ১৪ হাজার কমিউনিটি ক্লিনিক পুনরায় চালু করার মাধ্যমে স্বাস্থ্যসেবা মানুষের দৌড় গোড়ায় পৌছে দিয়েছেন। উপজেলা পর্যায়ের হাসপাতাল গুলোতে বিনামূল্যে ২৯ প্রকার ঔষধ সরবরাহ করা হচ্ছে। মায়েদের জন্য ব্যবস্থা করা হয়েছে মাতৃকালীন ভাতা। অনলাইনেও এখন মানুষ স্বাস্থ্যসেবা পাচ্ছে। ফলে অনেকাংশে কমে এসেছে মাতৃ ও শিশু মৃত্যু হার। বেড়েছে গড় আয়ু। এমডিজি অর্জন করায় পেয়েছে আন্তর্জাতিক পুরস্কার। তিনি বলেন, মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। সরকারের পাশাপাশি সেবার মান বৃদ্ধির লক্ষে সবাইকে এগিয়ে আসা উচিত। সেবার নামে অনেক ক্ষেত্রে অনিয়মও হয়ে থাকে। সিজারিয়ানের নামে গরীব ও অসহায় মানুষদের কাছ থেকে নেওয়া হয় মোটা অংকের টাকা। তিনি উপস্থিত স্বাস্থ্য বিভাগে কর্মরতদের উদ্দেশ্যে বলেন, শুধু সেবা সপ্তাহে নয়, মানুষের সারা জীবনের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষে কাজ করুন। মনে করেন, হাসপাতালে আমি কিংবা আমার মা-বাবা, ভাই-বোন অথবা সন্তান চিকিৎসা নিতে এসেছে। প্রত্যেকটি মানুষের সেবা নিশ্চিত করুন। হাসপাতালের খাবারের মান ও পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। তিনি নতুন নতুন রোগ সংক্রমক, প্রতিরোধ ও চিকিৎসা ব্যয় কমাতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। তিনি মঙ্গলবার সকালে পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়নার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, ভাইস চেয়ারম্যান শিয়াব উদ্দীন ফিরোজ বুলু, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা, এসএম মারুফ হাসান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, আনোয়ার ইকবাল মন্টু। বক্তব্য রাখেন, মেডিকেল কর্মকর্তা ডাঃ সুজন কুমার সরকার, ডাঃ নজরুল ইসলাম, ডাঃ সাফিকুল ইসলাম, ডাঃ ইমতিয়াজ আহম্মেদ, পৌর সচিব লিয়াকত হোসেন, এমএম আজিজুল হাকিম, শেখ জিয়াদুল ইসলাম, খায়রুল আলম, শিকদার আবু হানিফ সোহেল, ইঞ্জিনিয়ার মারুফ বিল্লাহ, পার্থ প্রতীম চক্রবর্তী ও কবির উদ্দীন সরদার। অনুষ্ঠানের শুরুতেই ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান স¤প্রচার করা হয়।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক