পাইকগাছায় ট্রলির চাপা স্কুল ছাত্র নিহত

প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০১৯ | আপডেট: ১১:০৩:অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০১৯

 

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস


বোনের বাড়িতে যাওয়া হলো না আল-আমিনের

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
পাইকগাছায় ট্রলির চাপায় পিষ্ট হয়ে ষষ্ঠ শ্রেণী পড়–য়া আল-আমিন নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। হত ভাগ্য আল-আমিন আশাশুনি থানার পিরোজপুর গ্রামের মাহবুব গাজীর ছেলে। ঘটনাটি ঘটেছে, পাইকগাছা-সাতক্ষীরা সংযোগ ব্রীজ সংলগ্ন জিরো পয়েন্ট এলাকায়। এ ঘটনায় সাধারণ জনগন ট্রলিটি আটক করে ড্রাইভারকে পুলিশের হাতে সোপর্দ করেছে। থানায় মামলা হয়েছে।
জানা যায়, শুক্রবার বেলা ১১টার দিকে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার পিরোজপুর গ্রামের মাহবুব গাজীর খাজরা স্কুলের ষষ্ঠ শ্রেণীর মেধাবী ছাত্র আল-আমিন (১২) তার বড় বোনের বাড়ি পাইকগাছা থানার গজালিয়া গ্রামের দুলাভাই ইউনুছ সরদারের বাড়িতে বেড়াতে আসার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে পাইকগাছা-বড়দল সংযোগ সেতু পার হয়ে জিরো পয়েন্ট নামক স্থানে দাঁড়ালে বিএকে ব্রিক্স এর একটি ট্রলি বেপরোয়া গতিতে পিছন দিক থেকে তাকে চাপা দিয়ে তার শরীরের উপর দিয়ে চলে যায়। এ সময় সে আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পুলিশ আল-আমিনের সুরোত হাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে প্রেরণ করেছে। ওসি এমদাদুল হক শেখ জানান, ট্রলি ও ড্রাইভারকে আটক করা হয়েছে। ড্রাইভারের নামে থানায় মামলার প্রস্তুতি চলছে।

 

 

সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক