পাইকগাছায় জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৯ | আপডেট: ১০:৩৫:অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৯

নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা(খুলনা):
পাইকগাছায় র‌্যালি, আলোচনা সভা, স্মরণিকার মোড়ক উন্মোচন, হুইল চেয়ার, শীতবস্ত্র ও পরিচয় পত্র বিতরণের মধ্য দিয়ে ২৮তম আন্তর্জাতিক ও ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও সমাজসেবা দপ্তরের উদ্যোগে এক র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসানের সভাপতিত্বে “অভিগম্য আগামীর পথে” প্রতিপাদ্য বিষয়ের উপর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না। বিশেষ অতিথি ছিলেন, ওসি (তদন্ত) মোঃ রহমত আলী, শিবসা সাহিত্য অঙ্গনের সভাপতি সুরাইয়া বানু ডলি, সাধারণ সম্পাদক ও প্রাক্তন সহকারী অধ্যাপক রমেন্দ্রনাথ সরকার, ভারপ্রাপ্ত মেয়র আসমা আহমেদ, ব্রততী রায় শিশু ও প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্টের সভাপতি প্রজিৎ রায় ও মুক্তিযোদ্ধা সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন। বক্তব্য রাখেন, আজিবর রহমান, গোপাল চন্দ্র মন্ডল ও সফল প্রতিবন্ধী ব্রজেন মন্ডল। অনুষ্ঠানে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, শীতবস্ত্র ও পরিচয় পত্র বিতরণ এবং দিবসটি উপলক্ষে ব্রততী রায় শিশু ও প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্ট কর্তৃক প্রকাশিত বিশেষ স্মরণিকা “প্রতিকার” এর মোড়ক উন্মোচন করা হয়।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

 

সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক