একই পরিবারের ৩জন ক্যান্সারে আক্রান্ত

প্রকাশিত: ১০:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৯ | আপডেট: ১০:৪১:অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৯

আমিনুল ইসলাম বজলু:
পাইকগাছা পৌর সদরের একই পরিবারের তিন জন মরণব্যাধী ক্যান্সার ও ব্রেন টিউমারে আক্রান্ত হওয়ায় অসহায় পরিবারটি মানবেতর জীবন যাপন করছে। অর্থের অভাবে উন্নত চিকিৎসা করাতে গিয়ে হিমশিম খাচ্ছে দরিদ্র পরিবারটি। এ ব্যাপারে উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী সহ সমাজের বিত্তবানদের নিকট আর্থিক সাহায্যের জন্য মানবিক আবেদন জানিয়েছে ক্যান্সার ও ব্রেন টিউমারে আক্রান্তরা।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

জানাগেছে, পৌরসভার ২নং ওয়ার্ড গোপালপুর গ্রামের মাদার চন্দ্র দাশের ছেলে বাসুদেব দাশ (৩০) ও একই পরিবারের প্রহ্লাদ দাশের মেয়ে অয়া দাশ অনুস্কা (৩) ক্যান্সারে এবং রাম চন্দ্র দাশের স্ত্রী বাসন্তী রানী দাশ (৪০) দীর্ঘদিন ব্রেন টিউমারের মত মরণব্যাধী রোগে ভুগছে। ইতোমধ্যে তাদেরকে ভারত সহ দেশের বিভিন্ন স্থানে চিকিৎসা প্রদান করা হয়েছে। চিকিৎসা প্রদান করতে গিয়ে কর্তব্যরত চিকিৎসকরা তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে গিয়ে অপারেশন করার পরামর্শ দিয়েছেন। হতদরিদ্র মাদার চন্দ্র দাশ জানান, এমনিতেই অভাব অনটনের কারণে সংসার চালানোই যেখানে কঠিন, সেখানে একটি পরিবারের তিন জন মানুষের মরণব্যাধী ক্যান্সারের চিকিৎসার জন্য যে অর্থের প্রয়োজন তা যোগাড় করা আমার মতো দরিদ্র পরিবারের পক্ষে কোন ভাবেই সম্ভব নয়। তাদের অপারেশন ও চিকিৎসার জন্য প্রায় ২০ লাখ টাকার প্রয়োজন হবে বলে চিকিৎসকরা জানিয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা করাতে গিয়ে যেখানে হিমশিম খেতে হয় সেখানে বিপুল পরিমাণ এ অর্থ যোগাড় করা অনেক কঠিন। এ জন্য বেঁচে থাকার আকুতি জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সমাজের বিত্তবানদের নিকট আর্থিক সহযোগিতার মানবিক আবেদন করেছেন শয্যশায়ী মরণব্যাধী রোগে আক্রান্তরা। সাহায্য পাঠাবার ঠিকানা বাসুদেব দাশ সঞ্চয়ী হিসাব নম্বর- ০৪৩১৩৩০০০৩৩৭৬, বাসন্তী রানী দাশ হিসাব নং- ০৪৩১৩৪০০৩৯৩৬৮ ও প্রহলাদ কুমার দাশ যার হিসাব নং- ১৩৪০০০০০২৩১২৪ সোস্যাল ইসলামী ব্যাংক পাইকগাছা শাখা, খুলনা।

 

 

সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক