পাইকগাছায় আসছেন জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন

প্রকাশিত: ২:০৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২০ | আপডেট: ২:০৭:পূর্বাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২০

নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা(খুলনা):
বৃহস্পতিবার পাইকগাছায় আসছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ও অত্র এলাকার কৃতি সন্তান শেখ ইউসুফ হারুন। তিনি ৫ দিনের সরকারি সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে পাইকগাছায় আসবেন। এদিকে জনপ্রশাসন সচিবের আগমন উপলক্ষে পাইকগাছা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইউএনও জুলিয়া সুকায়না জানান, সচিব মহোদয়ের আগমন উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

তিনি সকাল ১০টায় এলাকায় পৌছাবেন বলে আশা করছি। সচিব মহোদয়ের সঙ্গে সফর সঙ্গী হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন থাকবেন বলে জানানো হয়েছে। সফরের অংশ হিসেবে জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন সকালে পৃথিবীর সর্বোচ্চ বঙ্গবন্ধু মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করবেন। এরপর তিনি সকাল সাড়ে ১০টায় পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ-০৩ ও এসডিজি অর্জনের লক্ষ্যে মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে অধ্যায়নরত ছাত্রীদের বয়ঃসন্ধিকালীন প্রজনন স্বাস্থ্য সুরক্ষার জন্য নবনির্মিত স্যালুব্রিয়াস সেন্টার ও রিফ্রেশমেন্ট কর্ণার ইনক্লুডিং অটিজম স্টুডেন্টস স্থাপন সংক্রান্ত কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। এরপর তিনি উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের সাথে মতবিনিময় করবেন। এছাড়াও তিনি শৈশবের স্মৃতি বিজড়িত পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় এবং ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয় পরিদর্শন করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার তিনি জন্মস্থান সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার দরগাহপুর গ্রামে যাবেন। সেখানে তিনি স্থানীয় মসজিদে মিলাদ মাহফিলে অংশ নিবেন।

সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক