পাইকগাছায় অসহায় পরিবারকে উচ্ছেদের পায়তারা

প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, মে ৬, ২০১৯ | আপডেট: ৯:৩৫:অপরাহ্ণ, মে ৬, ২০১৯

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা:
পাইকগাছায় প্রতিপক্ষ মামুন গাজী গংদের বিরুদ্ধে অসহায় পরিবারের ঘরে তালা দেয়া সহ উচ্ছেদ করার পায়তারা করছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে।
প্রাপ্ত অভিযোগে জানা গেছে, পৌরসভার সরল গ্রামের গরীব ও অসহায় আইয়ুব আলী সরদার ও রাবেয়া দম্পত্তি উপজেলার গদাইপুর ইউনিয়ন ও পৌরসভার সীমান্তবর্তী বয়রা স্লুইচ গেট সংলগ্ন ওয়াপদার নিচে সরকারি জায়গার উপর ১৫/১৬ বছর ধরে বসবাস করে আসছে। সম্প্রতি ঘোষাল গ্রামের শওকত গাজীর ছেলে মামুন গাজী গংরা অসহায় পরিবারকে বসত বাড়ি থেকে উচ্ছেদের পায়তারা করে আসছে। পায়তারার অংশ হিসেবে গত ১ মে প্রতিপক্ষ মামুন গাজী গংরা আইয়ুব আলীর রান্না ঘরে তালা মেরে তার সামনে জোরপূর্বক একটি টালীর ঘর নির্মাণ করে। এ সময় বাঁধা দিতে গেলে তারা মারপিট ও ভাংচুর করে। এ ঘটনায় আইয়ুব আলীর স্ত্রী রাবেয়া বাদী হয়ে প্রতিপক্ষ মামুন গাজী সহ ৬জনকে বিবাদী করে থানায় অভিযোগ দায়ের করে। এ ব্যাপারে সরেজমিন গেলে আইয়ুব দম্পত্তি জানান, ওয়াপদার স্লোবে আমরা ১৫/১৬ বছর ধরে বসবাস করে আসছি। প্রতিপক্ষ মামুন গাজী গংরা আমাদের রান্না ধরে তালা দিয়ে টিউবওয়েল ও রান্না ঘরের যাতায়াতের পথে জোরপূর্বক একটি ছাবড়া ঘর নির্মাণ করেছে। যার ফলে ২টি কন্যা সন্তান নিয়ে আমাদের বসবাস করা কঠিন হয়ে পড়েছে। এ ব্যাপারে মামুন গাজী জানান, আইয়ুব দম্পত্তিরা আমাদের জায়গা ভাড়া নিয়ে ৪/৫ বছর ধরে বসবাস করে আসছিল। তাদের কোন ঘরে তালা মারা হয়নি। আমাদের ৩টি ঘর রয়েছে। যার একটিতে তালা মেরেছি।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক