ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামত ও সকল পরিবারকে সহযোগিতা করা হবে

প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ণ, মে ৬, ২০১৯ | আপডেট: ৯:৪০:অপরাহ্ণ, মে ৬, ২০১৯

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা:
পাইকগাছা-কয়রার সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু বলেছেন, বাংলাদেশ এখন দুর্যোগ ব্যবস্থাপনায় বিশ্বের রোল মডেল। তিনি বলেন, সরকার ও প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করায় এবং জনগণকে সচেতন করতে পারায় ঘুর্ণিঝড় ফণী’র আঘাতে দেশে বড় ধরণের কোন ক্ষয়-ক্ষতি হয়নি। এ জন্য তিনি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলেন, শেখ হাসিনার সরকার সবসময় মানুষের পাশে রয়েছে। আমি অত্র এলাকার নির্বাচিত এমপি হয়েও দুর্যোগের সময় দুর্যোগ কবলিত মানুষের পাশে থেকেই নির্ঘুম রাত কেটেছি। শুধু দুর্যোগ নয়, বিপদে-আপদে সব সময় মানুষের পাশে থাকব। এমপি বাবু আরো বলেন, সরকারের অর্থের কোন ঘাটতি নাই। আমরা সকলে মিলে দুর্যোগ কবলিত এলাকাকে সুন্দর আবাস হিসেবে গড়ে তুলব। ফণী’র আঘাতে যে সব ওয়াপদার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে, তা দ্রুত মেরামত করা হবে। পাশাপাশি দুর্যোগে যেসব পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে সরকারের পক্ষ থেকে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। তিনি সোমবার সকালে নির্বাচনী এলাকা পাইকগাছার গড়ইখালী আশ্রয়ন প্রকল্প মাঠে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখা কর্তৃক ঘুর্ণিঝড় ফণী’র আঘাতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, ঢেউটিন ও ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়নার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জিয়াউর রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আজিজুল হক জোয়াদ্দার, ওসি এমদাদুল হক শেখ। বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, গড়ইখালী ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস ও প্যানেল চেয়ারম্যান আব্দুস সালাম কেরু। এর আগে অতিথিবৃন্দ ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ঝুকিপূর্ণ ওয়াপদার বেড়িবাঁধ ও আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক