পাইকগাছায় অর্থ দাবী ও ভয়-ভীতির অভিযোগে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০১৯ | আপডেট: ১০:৫৪:অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০১৯

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
খুলনার পাইকগাছায় ব্যাংক চেক ফেরত না দিয়ে অর্থ দাবী ও ভয়-ভীতির অভিযোগে পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে পাইকগাছা প্রেসক্লাবে প্রধান শিক্ষক মিলিজিয়াসমিনের বিরুদ্ধে এ সংবাদ সম্মেলন করেছেন গোপালপুরের মৃত অমরেন্দ্র ঘোষের ছেলে অমিত কুমার ঘোষ। সংবাদ সম্মেলনে অমিত লিখিত বক্তব্যে বলেন, বড় ভাই কৌশিক ঘোষ আর্থিক সংকটে পড়ে শিক্ষিকা মিলিজিয়াসমিনের কাছে স্কুল সংলগ্ন ৩শতক জমি বিক্রি করেন। এরপর অসুস্থ ভাইয়ের জন্য ঐ শিক্ষিকার নিকট থেকে ব্যাংক চেক দিয়ে ৫ লাখ টাকা গ্রহণ করে। যা ৩৩ হাজার মাসপ্রতি কিস্তির শর্ত দিয়ে টাকা পরিশোধের পর চেক ফেরত দিবেন মর্মে লেখাপড়া হয়। শর্ত অনুযায়ী তা পরিশোধ করা হয়। কিন্তু ঐ শিক্ষিকা আইনজীবীর মাধ্যমে উকিল নোটিশ পাঠিয়ে ১৫ লাখ টাকা দাবী করে হয়রানী করছে। এ বিষয়ে শিক্ষিকা মিলিজিয়াসমিন বলেন, বোয়ালিয়া মোড়ে ২টি দোকান ঘরের জন্য অমিত কাগজপত্র দিয়ে আমার নিকট থেকে ২০১৮ সালের ২২ মার্চের পর টাকা গ্রহণ করে। যা উকিল নোটিশের জবাবে অমিত ১৫ লাখ টাকার কথা স্বীকার করেছেন। নিছক হয়রানী ও সম্মান নষ্ট করার জন্য সংবাদ সম্মেলনে এ অভিযোগ এনেছেন বলে তিনি জানিয়েছেন।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

 

সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক