পাইকগাছায় শিবসা নদী খনন জলাবদ্ধতা নিরসন ও শিববাটি ব্রীজ টোলমুক্ত করার দাবীতে মানববন্ধন

প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০১৯ | আপডেট: ১১:০১:অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০১৯

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
পাইকগাছা নাগরিক কমিটির উদ্যোগে অবিলম্বে শিবসা নদী খনন, পৌরসভায় পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও শিববাটি ব্রীজের টোলমুক্ত করার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে পৌর বাজারের চৌরাস্তা মোড়ে নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, নাগরিক কমিটির নেতা সামছুল হুদা খোকন, আমিন উদ্দীন সানা, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, প্রাক্তন সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আলহাজ্ব আহম্মাদ আলী মোড়ল, সাংবাদিক আব্দুল আজিজ, এসএম বাবুল আক্তার, এন. ইসলাম সাগর ও কৃষ্ণ রায়। বক্তারা সরকারের উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নিতে দ্রুত এসব সমস্যা নিরসন ও বাস্তবায়নের দাবী জানান।

 

 

সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক