পাইকগাছার মিলনী মৎস্যজীবী সমিতির সভাপতির বিরুদ্ধে নানাবিধ অনিয়মের অভিযোগ

প্রকাশিত: ১১:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০১৯ | আপডেট: ১১:৩৬:অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০১৯

নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা(খুলনা):
মেয়াদ উত্তীর্ণ কমিটি দিয়ে চলছে পাইকগাছার গড়ের ডাঙ্গা মিলনী মৎস্যজীবী সমবায় সমিতির কার্যক্রম। সমিতির সভাপতির বিরুদ্ধে উঠেছেন নানাবিধ অনিয়মের অভিযোগ। নতুন কমিটি গঠন না হওয়ায় এবং সভাপতি সমিতির হিসাব নিকাশ প্রদান না করায় সদস্যদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। বেশিরভাগ সদস্যরা নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন ও দ্রুত হিসাব নিকাশ প্রদানের দাবী জানিয়ে উপজেলা সমবায় কর্মকর্তা বরাবর অভিযোগ করেছেন।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

প্রাপ্ত অভিযোগে জানাগেছে, ২০১৭ সালে পাইকগাছার গড়ের ডাঙ্গা মিলনী মৎস্যজীবী সমবায় সমিতি গঠন করা হয়। দুই বছর মেয়াদী কমিটির মেয়াদ ইতোমধ্যে কয়েক মাস আগে উত্তীর্ণ হলেও কমিটি গঠনের ব্যাপারে তালবাহানা করছে কমিটির সভাপতি প্রজিৎ রায়। কমিটির গুরুদাশ রায় জানান, পাইকগাছা ও কয়রা’য় সমিতির নামে দুটি নদী ইজারা নেওয়া হয়েছে। অথচ অধ্যাবধী সভাপতি সমিতির কোন হিসাব নিকাশ দেননি সদস্যদের। এছাড়া কমিটির মেয়াদ উত্তীর্ণ হলেও নির্বাচন না দিয়ে ক্ষমতা জোর করে আকড়ে ধরে রেখেছে। সভাপতি সমিতির নিয়ম বহির্ভূতভাবে ইজারা নেওয়া নদী অন্যের নিকট হস্তান্তর করে আইন লঙ্ঘন করেছে। সমিতির সকল কিছু থেকে বঞ্চিত করায় সমিতির বেশিরভাগ সদস্যদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আমরা চাই অতিদ্রুত সমিতির হিসাব নিকাশ প্রদান সহ ভোটের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হোক। এ ব্যাপারে ১৬ জন সদস্য আমরা স্বাক্ষর করে সমবায় কর্মকর্তা বরাবর পৃথক দুটি অভিযোগ দিয়েছি। সর্বশেষ সোমবার সকালে সকল সদস্য সমবায় অফিসে উপস্থিত হয়ে অভিযোগ দায়ের করি। এ বিষয়ে জানতে চাইলে সভাপতিকে মুঠোফোনে পাওয়া যায়নি।

 

 

সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক