তালায় বুলবুল এ ক্ষতিগ্রস্থ ১১শ’ কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও নগদ টাকা প্রদান

প্রকাশিত: ১০:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২০ | আপডেট: ১০:৪২:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২০

নিজস্ব প্রতিবেদক, তালা(সাতক্ষীরা):
সাতক্ষীরার তালা উপজেলায় ঘুর্ণিঝড় বুলবুলের আঘাতে ২০১৯-২০২০ অর্থ বছরে ক্ষতিগ্রস্থ ১ হাজার একশত কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ,রাসায়নিক সার এবং পরিচর্যা বাবদ নগদ ৫শত টাকা সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার সকাল ১০টায় তালা উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মাঝে এ সব বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ এর আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

এসময় স্বাগত বক্তব্য রাখেন তালা উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ মোঃ আব্দুল্লাহ আল-মামুন। এসময় তালা উপজেলার ১২টি ইউনিয়নের ১ হাজার একশত কৃষকদের মাঝে ৯০০ কেজি ভুট্রা বীজ, ৭৫০ কেজি মুগ বীজ, ১৪৫ কেজি শাক সবজি বীজ এবং ডিএপি সার ১৫,৫০০ কেজি এমওপি ১ হাজার একশত কেজি ও পরিচর্যা বাবদ প্রত্যেক কৃষককে নগদ ৫শত টাকা করে বিতরণ করা হয়।

সুন্দরবনটাইমস.কম/সেলিম হায়দার


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক