তালায় ঘুর্নিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন জেলা কৃষিকর্মকর্তা বৃন্দ

প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০১৯ | আপডেট: ৮:০৬:অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০১৯

ডেক্স রিপোর্ট:
তালায় ঘুর্নিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসেন জেলা কৃষিকর্মকর্তা বৃন্দ।
গত ৯ নভেম্বর ঘূর্নিঝড় বুলবুলের আঘাতে সাতক্ষীরার তালা উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঝড়ের তান্ডবে উপজেলার ১২টি ইউনিয়নে প্রায় ৪৯৬৪ টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, উপড়ে পড়েছে হাজার হাজার গাছ। ভারী বর্ষনে শত শত হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে।
তলিয়ে গেছে কয়েক শত মৎস্য ঘের। রাস্তাঘাটের হয়েছে ব্যাপক ক্ষতি। দিশেহারা হয়ে পড়েছে এলাকার মানুষ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানেরও ব্যাপক ক্ষতি হয়েছে। শত শত বিঘা ফসলী জমি তলিয়ে গেছে পানির নিচে। ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে তালার কৃষকরা নতুন করে কাজ শূরু করেছে। তালা উপজেলার সরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান জানান ইউনিয়নের প্রায় ২শত বিঘা জমির কুল ও কলা চাষ নষ্ট হয়ে গেছে। বুলবুলের তান্ডবে প্রায় ৩শতাধিক ঘরবাড়ির ক্ষতি হয়েছে। উপড়ে পড়েছে শতশত গাছ। শাকসবজিও ও আমনধানের ব্যাপক ক্ষতি হয়েছে। কপোতাক্ষ নদের তীরে লাগান প্রায় ৩হাজার নারকেলে গাছের চারার ক্ষতি হয়েছে। বিষয়টি বন বিভাগকে অবহিত করা হয়েছে বলে জানান ।
তালা উপজেলার কৃষি সম্প্রসারন কর্মকর্তা শুভ্রাংসু শেখর দাস জানান উপজেলায় প্রায় ২শ হেক্টর বিভিন্ন প্রকার জমির ফসল নষ্ট হয়েছে এর মধ্যে আমন ১৫০ হেক্টর, শীতকালিন সবজি ১৬ হেক্টর, সরিষা ৫ হেক্টর,পান ১৫ হেক্টর, কুল ৪হেক্টর,কলা ২ হেক্টর জমির ফসল বিনষ্ট হয়েছে। গতকাল সরেজমিনে পরিদর্শনে আসেন উপপরিচালক কৃষিসম্প্রসারন অধিদপ্তর খামারবাড়ি অরবিন্দু বিশ্বাস ও জেলা প্রশিক্ষন কর্মকর্তা নুরুল ইসলাম ,অতিরিক্ত উপপরিচালক (শস্য) জসিমউদ্দীন। এ সময় তালা উপজেলার কৃষি সম্প্রসারন কর্মকর্তা শুভ্রাংসু শেখর দাস সহ বিভিন্ন উপসহকারী কৃষিকর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান প্রমুখ।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

 

সুন্দরবনটাইমস.কম/মো: মুজিবর রহমান/পাটকেলঘাটা/সাতক্ষীরা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক