তালায় ঘুর্ণিঝড়ে খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৩ লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি

প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০১৯ | আপডেট: ৭:০২:অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০১৯

নিজস্ব প্রতিবেদক, তালা:

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

ঘুর্ণিঝড় বুলবুলের তান্ডবে সাতক্ষীরা তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের তিনটি শ্রেনী কক্ষসহ ক্ষতিগ্রস্থ হয়েছে একাডেমিক ভবনের পাঁচটি কক্ষ। এতে বিদ্যালয়টির প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষকরা । শ্রেণী কক্ষ না থাকায় মঙ্গলবার বিদ্যালয়টির পাঠ দান বন্ধ ছিল। আগামী ২৭ নভেম্বর বার্ষিক পরীক্ষা নিয়ে শিক্ষকরা ও অভিভাবকরা রয়েছেন দুঃচিন্তায়। এমন পরিস্থিতিতে উন্নয়ন বঞ্চিত খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের কতৃপক্ষ স্কুলটি সংষ্কারে সরকারের সংশ্লিষ্ট উর্দ্ধতন কতৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। ভবন সংষ্কারে জরুরী ভিত্তিতে পদক্ষেপ না নিলে সেখানকার শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণরুপে ভেঙ্গে পড়বে বলে আশংকা করেন সেখানকার শিক্ষক,শিক্ষার্থীসহ অভিভাবক মহল।
খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখর চন্দ্র দেবনাথ জানান, ১৯৯৭ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা পরবর্তী দৃশ্যত বিদ্যালয়টির উন্নয়নে কাজ করেনি কেউ। সহকারী শিক্ষাক সালাউদ্দীন জানান,বরাবর উন্নয়ন বঞ্চিত থাকলেও সকলের ঐকান্তিক প্রচেষ্টায় বিদ্যালয়টিতে প্রায় দুইশতাধিক শিক্ষার্থী রয়েছে। শিক্ষা ক্ষেত্রে বিদ্যাপীঠটি শিক্ষা উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখলেও বিধ্যালয়ের উন্নয়নে এখন পর্যন্ত কেউ দৃশ্যত কোন ভূমিকা রাখেনি।

ঠিক এমন পরিস্থিতিতে ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়টি ঘুর্ণঝড় বুলবুলের কবলে পতিত হওয়ায় শিক্ষা ব্যবস্থা এগিয়ে নিতে মূলত নানা আশংকা জেঁকে বসেছে সেখানকার শিক্ষার্থীসহ শিক্ষক ও অভিভাবকদের। কতৃপক্ষের পাশাপাশি এলাকাবাসীর প্রাণের দাবি যতদ্রুত সম্ভব বিধ্যালয়টি আশু সংষ্কারে বরাদ্দ দেয়া হোক। তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আতিয়ার রহমান জানান,খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ক্ষয়-ক্ষতির একটি তালিকা পেয়েছি।

 

 

 

সুন্দরবনটাইমস.কম/সেলিম হায়দার/তালা/সাতক্ষীরা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক