ট্রাফিক পুলিশের সাথে রাস্তায় ইফতার করলেন আরএমপি কমিশনার আলীম মাহমুদ

প্রকাশিত: ১২:১৮ পূর্বাহ্ণ, মে ১৮, ২০১৯ | আপডেট: ১২:১৮:পূর্বাহ্ণ, মে ১৮, ২০১৯
ডেক্স রিপোর্ট:
১১ রমজান(১৭মে) রংপুর নগরীর জাহাজ কোম্পানী মোড়ে অবস্থিত ট্রাফিক পুলিশ সদস্যদের মধ্যে ইফতার সামগ্রী বিতরন করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম। এসময় তিনি ট্রাফিক পুলিশ সদস্য, মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, মেট্রোপলিটন কমিউনিটি পুলিশিং কমিটির কর্মকর্তাবৃন্দদের সাথে রাস্তায় ইফতার করেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে ইফতার করেন মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান,  উপ-পুলিশ কমিশনার মোঃ মহিদুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার কাজী মুত্তাকী ইবনু মিনান, সহকারী পুলিশ কমিশনার ফরহাদ ইমরুল কায়েস, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ, টিআই দেলোয়ার হোসেন, টিআই বেলাল, মেট্রোপলিটন কমিউনিটি পুলিশিং এর সভাপতি ইদ্রিস আলী ও সাধারন সম্পাদক সুশান্ত ভৌমিক, সদস্য আব্দুল কাদের দিদার, সদস্য তানবীর হোসেন আশরাফী ও গোলাম ফারুক প্রমুখ।
অপরদিকে, একই সময়ে নগরীর বিভিন্ন স্থানে যানজট নিরসনে কর্মরত ট্রাফিক পুলিশ সদস্যদের মধ্যেও ইফতার সামগ্রী বিতরন করেন মেট্রোপলিটন পুলিশ কর্মকর্তারা।
পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে রাস্তায় ইফতার করতে পেরে আনন্দিত হন ট্রাফিক পুলিশ সদস্যরা।
তারা জানান, এই প্রথমবারের মতো পুলিশের কোন উর্ধ্বতন কর্মকর্তা তাদের সাথে রাস্তায় দাড়িয়ে তাদেরকে সাথে নিয়ে ইফতার করলেন।
সুন্দরবনটাইমস.কম/মো. আমিনুর রহমান সোহাগ/ডেক্স

আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক