উত্তরণ ও দলিতের আয়োজনে দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২০ | আপডেট: ৫:১৩:অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২০

রবিবার (২৩ আগষ্ট) সকাল ১১ টায় উত্তরণ ও দলিতের আয়োজনে উপজেলা মাল্টিস্টেকহোল্ডার কো-অর্ডিনেশন কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়। নেদারল্যান্ড সরকারের অর্থায়নে, দাতা সংস্থা সিমাভীর সহায়তায় এবং ওয়াই ওয়াশ এসডিজি প্রোগ্রাম বাংলাদেশ প্রকল্পের আওতায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভার সঞ্চালনা করেন উক্ত প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী হাসিনা পারভীন। সভায় সভাপতিত্ব করেন কমিটির সদস্য সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমান।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

কমিটির সদস্য সচিব হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা প্রকৌশলী (জনস্বাস্থ্য) মোঃ মনিরুজ্জামান। আরও উপস্থিত ছিলেন সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সমাজসেবা অফিসার শেখ শহিদুর রহমান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ফারুখ হাসান, প্রশাসনিক কর্মকর্তা শেখ রফিকুল ইসলামসহ বল্লী, ঝাউডাঙ্গা ও আগরদাড়ি ইউনিয়নের সচিব, মেম্বর, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ফেডারেশনের সভানেত্রীসহ পানি, স্যানিটেশন ও ন্যাপকিন ব্যবসায়ীরা। সভায় তিনটি ইউনিয়নের পানি, স্যানিটেশন, হাইজিন, মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা ও এলাকার করোনা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। তালা, সাতক্ষীরা