APLE প্রকল্পের উদ্যোগে ভূমি আইন ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২০ | আপডেট: ৩:১৭:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২০

APLE প্রকল্পের উদ্যোগে ভূমি আইন ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

নিজস্ব প্রতিবেদক, আশাশুনি(সাতক্ষীরা):
পল্লী চেতনা সংস্থা কর্তৃক বাস্তবায়িত APLE প্রকল্পের আওতায় “ভূমি আইন ও ব্যবস্থাপনা” বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। পল্লী চেতনা নারী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, জোড়দিয়া সাতক্ষীরায় দু’দিনের এ প্রশিক্ষণ বুধবার শেষ হয়েছে।
ইউকে এইড এর অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহয়োগিতায় প্রশিক্ষণ অনুষ্ঠানে আশাশুনি ও সদর উপজেলার বিভিন্ন ভূমিহীন প্রান্তিক দলের ৩২ জন আইন সেবিকা/দলনেতা অংশ নেন। প্রশিক্ষণে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার পরিচালক মোঃ আনিছুর রহমান। সঞ্চালকের দায়িত্ব পালন করেন, APLE প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী কাজী বাবর আলী। সংস্থার পরিচালক প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্যসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। সহায়ক হিসাবে দায়িত্ব পালন করেন, প্রকল্প সমন্বয়কারী কাজী বাবর আলী, ফাইন্যান্স এন্ড এ্যাডমিন অফিসার পরিমল কুমার ঢালী, কর্মকর্তা তারিক আজিজ এবং অন্য কর্মীবৃন্দ। প্রশিক্ষণে খাসজমির ঐতিহাসিক প্রেক্ষাপট, ভূমিহীনতার কারন, খাসজমি বন্টনে সরকারী নীতিমালা, খাসজমির উৎস, খাসজমি বন্টনে বিরাজমান সমস্যা, একসনা ও চিরস্থায়ী বন্দোবস্ত পদ্ধতি, জলমহল ইজারার পদ্ধতি, অর্পিত সম্পত্তি আইন, খাসজমি বন্দোবস্তে জড়িত বিভিন্ন কমিটি ও তাদের কর্মপরিধি, তহশিলদার, সার্ভেয়ার, এসিল্যান্ড ও ডিসির ভূমিকা, ভূমি জরিপ ও ভূমি বিষয়ক বিভিন্ন তথ্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া সম্প্রতি চীন থেকে উৎপত্তি করোনা ভাইরাসের ভয়াবহতা ও প্রতিকারের বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা এবং প্রশিক্ষর্ণীদের স্ব-স্ব এলাকার প্রতিবেশীদেরকে সতর্ক থাকাসহ সচেতনতা সৃষ্টিমূলক কাজ করার আহবান জানান হয়।

প্রতাপনগর মাদরাসায় ইসালে সওয়াব মাহফিল পরামর্শ সভা অনুষ্ঠিত

দক্ষিণ বঙ্গের পীরে কামেল আলহাজ্ব আল্লামা মরহুম বুরহান উদ্দিন প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান প্রতাপনগর এ বি এস ফাজিল মাদরাসার ৬৩ তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিল সুন্দর ও সুষ্ঠু ভাবে পরিচালনার লক্ষ্যে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় মাদরাসা হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
মাদরাসা প্রতিষ্ঠাতার সন্তান হাফেজ আলহাজ্ব মাওঃ মোয়াজ্জাজ হাসানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। মাদরাসার উপাধ্যক্ষ মাওঃ অহিদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে ইসালে সাওয়াব মাহফিল পরিচালনা কমিটির সদস্য, মাদরাসা গভর্নিং বডি সদস্য, শিক্ষক ও মাদ্রাসা হিতৈষী সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশ নেন। দীর্ঘ আলোচনা ও পর্যালোচনা শেষে সর্বসম্মতিক্রমে জনগণের সমর্থনে গঠিত মাহফিল পরিচালনা কমিটি বহাল রেখে গভর্ণিং বডির সকল সদস্য, গভর্ণিং বডি মনোনীত ও মাহফিল পরিচালনা কমিটি মনোনীত সদস্য সমন্বয়ে মাহফিল পরিচালনা সাধারণ কমিটি গঠিত করা হয়। কমিটির উপদেষ্টা হিসাবে ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন, অধ্যক্ষ মুজিবুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাওঃ আব্দুল মান্নান, সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ নুর মোহাম্মদ, অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ মাসুম বিল্লাহ, আলহাজ্ব মাওঃ জুলফিকার আলী ও সাবেক ইউপি চেলারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালীকে মনোনীত করা হয়। সভার সার্বিক দায়িত্ব পালনের জন্য সর্বসম্মত কার্যকরী কমিটি গঠন করা হয়। কার্যকরী কমিটিতে আছেন প্রতিষ্ঠাতার সন্তান হাফেজ মুয়াজ্জাজ হাসান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওঃ শহিদুল্লাহ, সাবেক ইউপি সদস্য আবু আব্দুল্লাহ, বিশিষ্ট সমাজ সেবক মোস্তফা হেলালুজ্জামান, মাওঃ রিয়াছাত আলী, ইউপি সদস্য যথাক্রমে রফিকুল ইসলাম বুলি, আইয়ুব আলী সরদার, গোলাম রসুল, আসলাম হোসেন, আ’লীগ নেতা সোহরাব হোসেন, গভর্ণিং বডি সদস্য আকরাম হোসেন, তালতলা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব কামাল হোসেন ও আলহাজ্ব এ কে এম মহিউদ্দিন। অনুষ্ঠানে কমিটির অধিকাংশ উপদেষ্টা ও সদস্যসহ অধ্যক্ষ মুজিবুর রহমান, ম্যারেজ রেজিঃ হাফেজ আফজাল হোসেন, প্রভাষক হারুন অর রশিদ, মাওঃ নূরুল ইসলাম, সুপার আদম সফিউল্লাহ, সুপার মাওঃ জামাল উদ্দিন, অন্ধ হাফেজ শহিদুল্লাহ, মাওঃ বেলাল হোসেন, আলহাজ্ব নুরুল ইসলাম মল্লিক, সাতক্ষীরা পৌরসভা ৪ নং ওয়ার্ড আ’লীগ নেতা শেখ জাহাঙ্গীর হাসান খোকন, প্রতাপনগর ৪ নং ওয়ার্ড আ’লীগ সভাপতি স ম শাহ আলম, ইউনিয়ন যুবলীগ সাবেক সভাপতি আব্দুস সামাদ, ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান মিলন, সাবেক ইউপি সদস্য রওশন আলী সরদারসহ স্থানীয় বহু গণ্যমান্য ব্যাক্তিগণ আলোচনা রাখেন ও উপস্থিত ছিলেন।

আশাশুনিতে প্রতিপক্ষের আক্রমনে আহত

আশাশুনিতে প্রতিপক্ষের আক্রমনে ৩ জন আহত

আশাশুনি সদরে তুচ্ছ ঘটনা নিয়ে প্রতিপক্ষের আক্রমনে ৩ জন আহত হয়েছে। গুরুতর আহত ২ জনকে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকালে সদরের শ্রীকলস গ্রামে এ ঘটনা ঘটে।
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি শ্রীকলস গ্রামের আঃ গফফার গাইনের স্ত্রী হাচিনা বেগম ও তার স্বামী জানান, তারা শ্রীকলস মৌজায় ৫২০ নং খতিয়ানে ৩৩৮ দাগ ও হাল ১০০৮ নং দাগে ১৫ শতক জমি ক্রয়সূত্রে প্রাপ্ত হয়ে ২৫/৩০ বছর যাবৎ ভোগদখলে আছে। জমির সীমানায় পিলার দেওয়া। জমিতে যাতে ময়লা আবর্জনা ও ক্ষতিকর কিছু পড়তে না পারে সেজন্য পিলারের গা দিয়ে নেট টানানোর উদ্যোগ নিচ্ছিল তাদের পুত্র সেকেন্দার। এসময় প্রতিপক্ষ সোবহান গাজীর পুত্র রুহুল আমিন তাকে মারধর করে। হাচিনা খাতুন ছেলেকে বাঁচাতে এগিয়ে গেল তাকেও কিলঘুষি ও লাথি মেরে আহত করে। অপর পুত্র আশিকুর রহমান জাহিদকেও ধরে এনে মারপিট করে। এক পর্যায়ে বটি, চায়নীজ কুড়াল বের করে মামলা বা কাউকে জানালে জীবনে শেষ করে দেবে বলে হুমকী দিয়ি তারা চলে যায়। গুরুতর আহত সেকেন্দার ও হাচিনাকে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আশাশুনিতে কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

আশাশুনি উপজেলায় কর্মরত কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশাশুনির আয়োজনে প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসান, এসএপিপিও আব্দুল গনি। অনুষ্ঠানে উপ সহকারী কৃষি কর্মকর্তা রেজওয়ানুল কবির চৌধুরী, ইকবাল হোসেন, জাহিদ হাসান, মাহরুফ হোসেন, রফিকুল ইসলাম, ইউনুছ আলি, সানা আবু জাফর, মহিউদ্দিন গাজী-১, দিপক কুমার মল্লিক, তরিকুল ইসলাম, আছাদুল ইসলাম, অরবিন্দু কুমার মন্ডল, আফিফা খাতুন, আকিকুন নেছা, আরিফুল ইসলাম, শামিম ইসলাম, মুজিবর রহমান, এস এম আব্দুল ওহাব, সুখদেব কুমার সাধু, মহিউদ্দিন গাজী-২, শিবপদ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

সুন্দরবনটাইমস.কম/ডেক্স

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক