বঙ্গোপসাগর আলোর কোল দুবলার চরে সাপের দংশনে মৎস্যজীবী এক যুবকের মৃত্যু

প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২২ | আপডেট: ৫:৪৯:অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২২

বঙ্গোপসাগর আলোর কোল দুবলার চরে সাপের দংশনে মৎস্যজীবী এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১৩ নভেম্বর) রাতে বঙ্গোপসাগরের আলোর কোল দুবলার চরে অনাকাঙ্ক্ষিত এ সর্প দংশনের ঘটনায় মৃত হয়। নিহতের মনিরুল ইসলাম (২২) । সে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলা প্রতাপনগর ইউনিয়নের মাদার বাড়িয়া গ্রামের মৃত মনোহর গাজীর ছেলে।  

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

আশাশুনি উপজেলা প্রতাপনগর ইউনিয়ন পরিষদ ইউপি চেয়ারম্যান হাজী দাউদ বালি জানান, মনিরুল ইসলাম সামুদ্রিক মাছ ধরতে স্থানীয় জেলেদের সাথে বঙ্গোপসাগর আলোর কোল দুবলার চরে যায়। সেখানে মাছ ধরা অবস্থায় রবিবার বিকালে সর্প দংশন করে এবং রাতে তার মৃত্যু হয়।

এদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম মনিরুলের মৃত্যুর খবর শুনে মনিরুলের মা বোন সহ অন্যান্য পাড়া প্রতিবেশীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

আজ সোমবার সকালে মনিরুলের লাশ বাড়িতে এসেছে। দুপুরে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে বলে তিনি জানান।

 

এসজি/ডেক্স


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক