সাতক্ষীরা সদর আসনের সাবেক সাংসদ এম.এ জব্বার আর নেই

প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২০ | আপডেট: ৭:৩৪:অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২০

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এম.এ জব্বার (৮৫) মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ১০টায় তিনি মারা যান। দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির এই নেতা নানা জটিল রোগে ভুগছিলেন। তিনি চার মেয়ে ও তিন পুত্র সন্তানের জনক ছিলেন। দীর্ঘদিন অসুস্থ্যজনিত কারণে তিনি তার ঢাকা বারিধারা’র বাসভবনে অবস্থান করছিলেন।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু জানান,  শারীরিক নানা জটিল রোগে ভুগছিলেন তিনি। সকাল ১০ টার দিকে তিনি মারা গেছেন। তার মৃত্যুতে জেলা জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মীরা গভীরভাবে শোকাহত। জেলা জাতীয় পার্টির পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তিনি।  

এদিকে, তার মৃত্যুতে সাতক্ষীরার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ সমবেদনা জানিয়েছেন।

সুন্দরবনটাইমস.কম/ডেক্স

 

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক