সাতক্ষীরা প্রেসক্লাব নির্বাচনে বাপী-সুজন প্যানেল বিজয়ী

প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২১ | আপডেট: ১১:৩১:অপরাহ্ণ, মার্চ ৬, ২০২১
সাতক্ষীরা প্রেসক্লাবে নব নির্বাচিত সভাপতি মমতাজ আহমেদ বাপি: সম্পাদক মোহাম্মদ আলী সুজন।

উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হল সাতক্ষীরা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন ২০২১-২২। কড়া পুলিশী নিরাপত্তার মধ্য দিয়ে প্রেসক্লাব হলরুমে শনিবার (৬ মার্চ) সকাল ১০ থেকে দুপুর ২ টা পর্যন্ত বিরতীহীনভাবে ১৩ টি পদের বিপরীতে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

এবারের এ নির্বাচনে সম্মিলিত সাংবাদিক ঐক্য পরিষদের বাপী-হাবিব-সুজন পরিষদের ১২ জন বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। এছাড়া যুগ্ম-সাধারন সম্পাদক পদে অপর গ্রুপের একজন নির্বাচিত হয়েছেন।

 

নির্বাচনে প্রধান নির্বাচন কশিনারের দায়ীত্ব পালন করেছেন জেলা নির্বাচন অফিসার নাজমুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

 

নির্বাচিতরা হলেন, সভাপতি পদে মমতাজ আহমেদ বাপী পেয়েছেন ৫৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী রাম কৃষ্ণ চক্রবর্তী পেয়েছেন ৪৮ ভোট। সহ-সভাপতি পদে হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী আব্দুল ওয়াজেদ কচি পেয়েছেন ৫১ ভোট, সাধারন সম্পাদক পদে মোহাম্মদ আলী সুজন পেয়েছেন ৫৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী আবুল কাশেম পেয়েছেন ৪৩ ভোট। অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, যুগ্ম-সাধারন সম্পাদক পদে আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক পদে এম ঈদুজ্জামান ইদ্রিস, অর্থ সম্পাদক পদে শেখ মাসুদ হোসেন, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে শেখ ফরিদ আহমেদ ময়না  নির্বাচিত হয়েছেন।

 

এছাড়া নির্বাহি সদস্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, মকসুমুল হাকিম, এম শাহীন গোলদার, আব্দুল গফুর সরদার, সেলিম রেজা মুকুল ও মাসুদুর জামান সুমন। এর আগে আদালত কর্তৃক গঠিত নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ভোট গণনা শেষে বিকাল সাড়ে ৪ টার দিকে এ ফলাফল ঘোষনা করেন।

 

নির্বাচনে প্রধান নির্বাচন কশিনারের দায়ীত্ব পালন করেছেন জেলা নির্বাচন অফিসার নাজমুল কবির। তার সহযোগী ছিলেন সদর উপজেলা নির্বাচন অফিসার শেখ শরিফুল ইসলাম ও অফিস সহকারী রাসেল রানা। নির্বাচনে ১০৪ জন ভোটারের মধ্যে ১০৩ জন ভোটার তাদের ভোটধিকার প্রয়োগ করেছেন।

 

এসজি/ডেক্স


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স