সাতক্ষীরায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে ৮হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২১ | আপডেট: ৫:২৫:অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২১
বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে ও সাতক্ষীরা জেলা প্রশাসক মহোদয়ের সার্বিক সহযোগিতায় সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মোঃ নাজমুল হাসান এঁর নেতৃত্বে বৃহস্পতিবার(২৩ ডিসেম্বর)  সদর উপজেলার রসুলপুর বড় বাজার এলাকায় বাজার তদারকি করা হয়।
 
এ সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন(২০০৯) লঙ্ঘন করার অপরাধে রাঁধুনী রান্নাঘর কে ২হাজার, গাজী হোটেল কে ৪ হাজার, খানপুর ষ্টোর কে ১ হাজার ও নিত্য ষ্টোর কে ১ হাজার সর্বমোট ৪টি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়। এ অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেন সাতক্ষীরা ক্যাব সদস্য মোঃ সাকিবুর ও জেলা পুলিশের একটি টিম। 
 
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা ।

আপনার মতামত লিখুন :

এম.এ মান্নান। নিজস্ব প্রতিবেদক। তালা, সাতক্ষীরা