সাতক্ষীরায় জঙ্গি সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে কাউন্টার টেরিজম

প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২০ | আপডেট: ৩:২৮:অপরাহ্ণ, মার্চ ১২, ২০২০

নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরা শহরের মিল বাজার এলাকা থেকে জঙ্গি সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে কাউন্টার টেরিজম সদস্যরা। বুধবার রাতে শহরের সুন্দরবন টেক্সটাইল মিল বাজারের উত্তর পার্শ্বে ৩৩ বিজিবি ব্যাটেলিয়ন সংলগ্ন একটি স্যানিটারী দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।
এদিকে, এ ঘটনায় কাউন্টার টেরিজম সদস্য পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ উল্লাহ ফয়সল বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় রাতেই একটি মামলা দায়ের করেছেন।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

আটক সন্দেহভাজন জঙ্গির নাম নাজমুল ইসলাম (৩৬)। তিনি সদর উপজেলার লাবসা ইউনিয়নের মাগুরা গ্রামের নাছিরুল করিমের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামী নাজমুল ইসলাম গাজিপুর জেলার এ্যালোন টেক্স গ্রুপের (টেক্সটাইল এন্ড স্পিনিং গার্মেন্টস) এ চাকুরির সময় জঙ্গী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য হিসেবে যুক্ত হয়ে উগ্রবাদী কার্যক্রমে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করে আসছিল। সে “তাগুতের শত্রু” নামক ফেজবুক আইডি ব্যবহার করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি ধর্মীয় উগ্রবাদী মতাদর্শ প্রচারের মাধ্যমে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্বক অবনতি ও নাশকতা মুলক কার্যক্রমের লক্ষে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছিল।

এরপর গোপন সংবাদের ভিত্তিতে কাউন্টার টেরিজম সদস্যরা সাতক্ষীরা সুন্দরবন টেক্সটাইল মিল বাজারের উত্তর পার্শ্বে ৩৩ বিজিবি ব্যাটেলিয়ন সংলগ্ন নাজমা স্যানিটারী দোকানের সামনে থেকে নাজমুলকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার উল্লাহ বাংলা টিমের একজন সক্রিয় সদস্য বলে জানান। এ ঘটনায় সাইবার ক্রাইম ও সাইবার সিকিউরিটি এন্ড টেরিজম ইউনিট বাংলাদেশ পুলিশ ঢাকার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ উল্লাহ ফয়সল বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় রাতেই আটক সন্দেহভাজন জঙ্গি নাজমুলের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নং-৩৭। তারিখ-১১-০৩.২০২০।

এদিকে, আটক সন্দেভাজন জঙ্গিকে বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা আমলি আদালত-১ হাজির করে মামলার বাদী ৭ দিনের রিমান্ড আবেদন জানালে আদালতের বিচারক ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ হুমায়ুন কবির ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সুন্দরবনটাইমস.কম/ডেক্স


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক