সাতক্ষীরার গাজী হোটেল ও রুমন বেকারিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২০ | আপডেট: ৮:৫২:অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২০

নিজস্ব প্রতিবেদবক:
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী রান্না, উন্মুক্ত অবস্থায় বাশি ও পচনশীল খাবার সংরক্ষণ ও রান্না ঘরের পাশে উন্মুক্ত টয়লেট প্রতিস্থাপনের অপরাধে শহরের সঙ্গীতা মোড়ের গাজী হোটেল এন্ড রেস্টুরেন্ট এবং মেয়াদবিহীন ফ্লেভার উদ্রেক তরল ব্যবহারের অপরাধে রুমন বেকারি এন্ড ফুড প্রডাক্টসকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার(২৮ জানুয়ারি) দুপুরে জেলা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল আমিন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল আমিন জানান, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামালের নির্দেশে সঙ্গীতা মোড়ের গাজী হোটেল এন্ড রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী রান্না, উন্মুক্ত অবস্থায় বাশি ও পচনশীল খাবার সংরক্ষণ, রান্না ঘরের পাশে উন্মুক্ত টয়লেট প্রতিস্থাপনের অপরাধে এর মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই সময়ে রুমন বেকারি এন্ড ফুড প্রডাক্টসকে মেয়াদবিহীন ফ্লেভার উদ্রেক তরল ব্যবহার ও কর্মীদের কন্টিজেনাস ডিজিজ নেই’ মর্মে সনদ না থাকায় এর ম্যানেজার সুব্রত মজুমদারকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। তিনি জানান, জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সুন্দরবনটাইমস.কম/ডেক্স

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক