সদরের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ওয়েস্ট বিন বিতরণ করলেন জেলা প্রশাসক মোস্তফা কামাল

প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২০ | আপডেট: ৯:১৩:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২০

নিজস্ব প্রতিবেদক:
ক্লিন সাতক্ষীরা গ্রিন সাতক্ষীরা বিনির্মাণের লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ওয়েস্ট বিন বিতরণ করেছেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। মঙ্গলবার সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এই ওয়েস্ট বিন বিতরণ করা হয়। ওয়েস্ট বিন বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

অনুষ্ঠানে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, ক্লিন সাতক্ষীরা গ্রিন সাতক্ষীরা একটি সামাজিক আন্দোলন। কেবলমাত্র সকলের প্রচেষ্টাতেই নান্দনিক পরিষ্কার পরিচ্ছন্ন জেলা গড়ে তোলা সম্ভব। এজন্য সকলকে নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন জেলা গড়ে তোলা সম্ভব হলে আগামীতে ডেঙ্গু প্রতিরোধ সহজ হবে। একই সাথে করোনা ভাইরাস থেকে নিজেদের সেভ রাখতে ব্যক্তিগত পর্যায়ে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শহীদুর রহমান, উপজেলা প্রকৌশলী শফিউল আজম প্রমুখ। অনুষ্ঠানে প্রতিটি স্কুলে ৩টি করে ওয়েস্ট বিন বিতরণ করা হয়।
এর আগে জেলা প্রশাসক সাতক্ষীরা সদর উপজেলার গ্রাম পুলিশদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

সুন্দরবনটাইমস.কম/ডেক্স


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক