তালায় ভ্রাম্যমাণ আদালতের শিকারকৃত ১১টি পাখি উদ্ধার

প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ, জুলাই ১২, ২০১৯ | আপডেট: ১০:০২:অপরাহ্ণ, জুলাই ১২, ২০১৯

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

এমএ মান্নান :
তালায় সাতক্ষীরা জেলা প্রসাশককের নির্দেশক্রমে তালা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনের নেতৃত্বে তালা ও পাটকেলঘাটা থানা এলাকায় অভিযান চালিয়ে ১১টি শিকারী পাখি উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত ।
প্রকাশ,বাংলাদেশ জীব বৈচিত্র সংরক্ষণ ফেডারেশন(বিবিসি এফ)এর অংগ সংগঠন সেভ ওয়াইল্ড লাইফ সার্বিক সহযোগিতায় তালা ও পাটকেলঘাটা থানা এলাকায় অভিযানে ১১টি বিভিন্ন প্রজাতির পাখি সহ অসংখ্য শিকারের খাঁচা ও পাখি ধরার সরজ্ঞাম উদ্ধার করা হয় ও উথালী গ্রামের মকছেদ আলী খাঁ ছেলে মো: আজিজ খাঁ কে ১হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত । উক্ত সময় উপস্থিত ছিলেন সেভ ওয়াইল্ড লাইফ এর সভাপতি ইমরান হোসেন,সাধারণ সম্পাদক রাশেদ বিশ্বাস,প্রচার সম্পাদক জহর হাসান সাগর,জসিম,মফিজুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য যে ১১ টি বিভিন্ন প্রজাতির পাখি উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনের বাস ভবনে সংরক্ষন যাহা জেলা প্রসাশকের নির্দেশক্রমে উন্মক্ত করা হবে ও খাঁচা গুলো আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় ।

 

সুন্দরবনটাইমস.কম/এমএ মান্নান/তালা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক