তালা ঘোষনগর লোকনাথ মন্দিরে উল্টো রথযাত্রা

প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, জুলাই ১২, ২০১৯ | আপডেট: ৮:০৮:অপরাহ্ণ, জুলাই ১২, ২০১৯

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

নিজস্ব সংবাদদাতা:
সাতক্ষীরার তালার ঘোষনগর শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী শান্তি নিকেতন মন্দির কমিটির আয়োজনে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৫ টায় গংগারামপুর অবলা কুঠির থেকে উল্টো রথযাত্রা শুরু করে ঘোষনগর মন্দিরে গিয়ে শেষ হয়। উল্টো রথযাত্রায় মন্দির কমিটির সভাপতি যুগোল কিশোর দে এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউপি সদস্য প্রকাশ দালাল-এর সার্বিক পরিচালনায় তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলুসহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন। রথযাত্রা ও আটদিনব্যাপী মেলা উপলক্ষে প্রশাসনের পাশাপাশি তালার হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়। এছাড়া উপজেলার গোপালপুর কালিবাড়ী মন্দিরে, জালালপুর, রথখোল ও মাগুরায় যথাযথভাবে উল্টো রথযাত্রা পালিত হয়েছে।

 

সুন্দরবনটাইমস.কম/সেলিম হায়দার/তালা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক