মাস্ক ব্যবহার না করলে করোনা টেস্ট, ২১ জনের মধ্যে ২ জনের পজেটিভ

প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, জুন ১৪, ২০২১ | আপডেট: ৯:৩২:অপরাহ্ণ, জুন ১৪, ২০২১

পাইকগাছায় আরোপিত বিধি-নিষেধ কার্যকর করতে এবার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। কোন জেল জরিমানা নয়, মাস্ক ব্যবহার না করলেই বাধ্যতামূলক করোনা টেস্ট বিধি-নিষেধ আরোপের ৫ম দিনে এমন নীতি অনুসরণ করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

প্রশাসনের এ কর্মকর্তা সোমবার দুপুরে পৌর এলাকায় আরোপিত বিধি-নিষেধ কার্যকর করতে পৌর সদরের বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় জেল জরিমানার পরিবর্তে করোনা টেস্ট বাধ্যতামূলক করেন যাদের মাস্ক নাই এমন ব্যক্তিদের ওপর। মাস্ক ব্যবহার করছে না এমন ২১ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। যাদের মধ্যে ২ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ পাওয়া যায়। যে দু’জনের রিপোর্ট পজেটিভ হয় তাদেরকে তাৎক্ষনিকভাবে কোয়ারাইন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হয়।

বিধি-নিষেধ কার্যকর করতে এমন ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করায় সর্বমহলে প্রশংসিত হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।

এ সময় উপস্থিত ছিলেন, ওসি (অপারেশন) স্বপন রায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা মুখপাত্র ডাঃ ইফতেখার বিন রাজ্জাক।


আপনার মতামত লিখুন :

আমিনুল ইসলাম বজলু। নিজস্ব প্রতিবেদক। পাইকগাছা, খুলনা