মানিকগঞ্জ থেকে হারিয়ে যাওয়া শিশু পাইকগাছায় উদ্ধার; পরিবারের কাছে হস্তান্তর

প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৯ | আপডেট: ৮:৩৯:অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৯

নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা (খুলনা):
হারিয়ে যাওয়ার ৪ দিন পর গত শনিবার রাত ৮ টার দিকে শিশু হৃদয়কে তার চাচা মিজানুরের হাতে তুলে দিলেন পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমদাদুল হক শেখ। ওসি জানিয়েছেন, গত ১০ ডিসেম্বর সকালে মানিকগঞ্জ জেলার সিংঙ্গাইর থানার নয়াবাড়ি গ্রামের আমিনুর রহমানের ছেলে হৃদয় (১৩) কাউকে কিছু না জানিয়ে মানিকগঞ্জ শহরের আকবর কোম্পানীর ইট ভাটা থেকে জনৈক সজিব নামে একজনের সাথে পাইকগাছায় বেড়াতে আসে হৃদয়। পরবর্তিতে গত শুক্রবার গাড়ীতে করে পাইকগাছার জিরো পয়েন্টে চলে আসে হৃদয়। এ সময় সেখানে ঘোরাঘুরি করতে থাকলে শ্রমিক নেতা শেখ মিথুন মধু হৃদয়কে থানা পুলিশের কাছে দিয়ে যায়। এরপর হৃদয়ের কাছ থেকে ঠিকানা সংগ্রহ করে সিংঙ্গাইর থানায় যোগাযোগ করে তার পরিবারকে খবর দেওয়া হয়। খবর পেয়ে শনিবার হৃদয়ের চাচা মিজানুর রহমান ও কে,বি,সি ব্রিকসের মালিক জাহাঙ্গীর আলম থানায় আসলে রাত ৮ টার দিকে হৃদয়কে তার পরিবারের হাতে তুলে দেন ওসি মোঃ এমদাদুল হক শেখ। এ সময় উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) মোঃ রহমত আলী, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এড. এফএমএ রাজ্জাক, পৌর কাউন্সিলর রবি শংকর।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

 

 

সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক