বাল্য বিবাহ, ইভটিজিং, নারী নির্যাতন ও মানব পাচার রোধে সোচ্চার হতে হবে: ডিসি মোস্তফা কামাল

প্রকাশিত: ১১:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২০ | আপডেট: ১১:৪৮:অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২০

নিজস্ব প্রতিবেদক, আশাশুনি(সাতক্ষীরা):
আশাশুনিতে মুজিব শতবর্ষ উপলক্ষে সচেতনতামূলক ক্যাম্পেইন ও প্রচারনা সভায় প্রধান অতিথির ভাষণে সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল বলেছেন, ঘৃণিত মানুষের সংখ্যা খুব বেশী নয়, কিন্তু তাদেরকে সম্মিলিত ভাবে প্রতিরোধ না করায় তারা অনাচার-দূরাচার চালিয়ে আসছে। শিশু থেকে বয়স্করাও এখন ধর্ষণের শিকার হচ্ছে। শিক্ষার্থী, গৃহবধূ, নারী, গৃহকর্মীরা নির্যাতিত হচ্ছে। দারিদ্রতা ও ইভটিজিং এর কারনে অনেক ক্ষেত্রে বাল্য বিবাহ হচ্ছে। যৌতুকের লোভ, বাল্য বিবাহ নানাবিধ কারণে নারী নির্যাতন হয়ে থাকে। আজকে নারীরাও কম শক্তিশালী নয়। এসব সামাজিক ব্যাধি দূর করতে এবং অপরাধীদেরকে সমাজ থেকে হটিয়ে দিতে সরকার নানাবিধ কার্যক্রম হাতে নিয়েছে। প্রয়োজন সামাজিক সচেতনতা ও ব্যক্তি পর্যায়ে প্রয়োজনীয় মুহুর্তে সঠিক কাজটি করা। ইভটিজিং হলেই ৯৯৯ নম্বরে এবং ডিসি, এসপি, ইউএনও, এসি (ল্যান্ড) কে জানাতে হবে। বাল্য বিবাহ, ইভটিজিং হলে ৩৩৩ নম্বরে জানতে হবে। সংবাদদাতার নাম ঠিকানা কোন কিছুই জানানো হবেনা। তাৎক্ষণিক প্রতিকার মিলবে। প্রয়োজনে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতির ঘটনা ঘটলে ১০৬ নম্বরে মোবাইলে জানাতে হবে। অবশ্যই প্রতিকার মিলবে। এছাড়া নারী নির্যাতন ও যৌতুক নিরোধে আইনসহ সকল অপরাধের জন্য বিচার প্রার্থনার ব্যবস্থাতো আছেই। কিছু কুচক্রী ও লোভি মানুষ মানব পাচারের মত জঘন্য ঘটনার সাথে জড়িত। অমানবিক এ চক্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আশাশুনি অর্থনৈতিক ভাবে পিছিয়ে, এজন্য মেয়েদেরকে বাল্য বিবাহ দিতে উৎসাহি হন অভিভাবকরা। এজন্য তোমাদেরকেই সচেতন হতে হবে। সাথে সাথে জন প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ইমামসহ সর্বস্তরের মানুষদেরকে দায়িত্বশীল হওয়ার আহবান জানান তিনি।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

জাইকার অর্থায়নে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগের সহায়তায় উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দিতে গিয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল উপরোক্ত কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে ও স্বাগত বক্তব্যের মাধ্যমে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠান শুরু হয়। সাবেক উপজেলা কমান্ডার আব্দুল হান্নানের সঞ্চালনায় বাল্য বিবাহ, ইভটিজিং নারী নির্যাতন ও মানব পাচার প্রতিরোধে সচেতনতা মূলক ক্যাম্পেইন/প্রচারনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ ড. মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার, পুলিশ পরিদর্শক (তদন্ত) ইমারত হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক আশরাফুন নাহার নার্গিস, ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন প্রমুখ। শিক্ষার্থীদের মধ্যে গালিব ইকবাল ও সাবিকুন্নাহার বক্তব্য রাখেন।

সুন্দরবনটাইমস.কম/ডেক্স


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক