বাংলাদেশ জুয়েলার্স সমিতি সাতক্ষীরা জেলা শাখার নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০১৯ | আপডেট: ১১:২৭:অপরাহ্ণ, জুলাই ৩১, ২০১৯

নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ জুয়েলার্স সমিতি সাতক্ষীরা জেলা শাখার নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ জুলাই) বেলা ১১টায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে শহরের কামালনগর তুফান কনভেনশন সেন্টার এন্ড লেকভিউ ক্যাফে’র যমুনা হলে বাংলাদেশ জুয়েলার্স সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বাবু গৌর চন্দ্র দত্তের সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি সাতক্ষীরা শাখার নির্বাচনী বোর্ডেও চেয়ারম্যান ও সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি নাছিম ফারুক খান মিঠু, বাংলাদেশ জুয়েলার্স সমিতি সাতক্ষীরা জেলা শাখার সাবেক সভাপতি দ্বীনবন্ধু মিত্র। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি সাতক্ষীরা জেলা শাখার নব-নির্বাচিত কমিটির সহ-সভাপতি মনিশংকর রায়, বলাই দে, সহ-সভাপতি ও অডিটর মো. আব্দুস সাত্তার, সহ-সভাপতি জয়দেব কুমার দে, মিলন কুমার দত্ত, সাধারণ সম্পাদক মনোরঞ্জন কর্মকার মন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান বুলু, সহ-সাধারণ সম্পাদক রবীর কুমার মল্লিক, সাংগঠনিক সম্পাদক ভৈরব কর্মকার, কোষাধ্যক্ষ সুমন সরকার, দপ্তর সম্পাদক রায় দুলাল চন্দ্র, প্রচার সম্পাদক আশিষ মৈত্র, নির্বাহী সদস্য দীনবন্ধু মিত্র, গৌরপদ রায়, অচিন্ত কুমার দে, ভবানন্দ দে, রঞ্জন কুমান মজুমদার ও উত্তম কুমার দত্ত প্রমুখ। বাংলাদেশ জুয়েলার্স সমিতি সাতক্ষীরা জেলা শাখার নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শফত পাঠ করান বাংলাদেশ জুয়েলার্স সমিতি সাতক্ষীরা শাখার নির্বাচনী বোর্ডেও চেয়ারম্যান ও সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি নাছিম ফারুক খান মিঠু। এসময় বাংলাদেশ জুয়েলার্স সমিতি সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মনোরঞ্জন কর্মকার মন্টু।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

 

সুন্দরবনটাইমস.কম/আ:ই/নিজস্ব প্রতিনিধি/


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক