পাটকেলঘাটায় শ্রী-কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০১৯ | আপডেট: ৮:১৬:অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০১৯

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

ডেক্স রিপোর্ট:

সাতক্ষীরার পাটকেলঘাটা পাটকেলেশ্বরী কালিমন্দির হতে শ্রী-কৃষ্ণের ৫২৪৫তম শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে বর্নাঢ্য শোভাযাত্রা শুক্রবার(২৩ আগষ্ট) সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে। পাটকেশ্বরী তীর্থক্ষেত্র কার্য্যনির্বাহী পরিষদে সভাপতি আদিত্য মজুমদারে সভাপতিত্বে ও সাধারন সম্পাদক গৌবিন্দ্র সাধু’র পরিচালনায় বর্নাঢ্য শোভাযাত্রায় উপস্থিত ছিলেন তালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু, তালা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম রেজা, সরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান, পাটকেশ্বরী তীর্থক্ষেত্র কার্য্যনির্বাহী পরিষদে কোষাধাক্ষ্য হারান পাল, লোকনাথ নাসিং হোমের পরিচালক পুলক কুমার পাল, বীরেন্দ্রনাথ মাহতা, তাপষ কাশ্যপী, কেশব সাধু সহ হাজার সনাতন ধর্মলাম্বী উপস্থিত ছিলেন। শোভাযাত্রাটি পাটকেলঘাটাসহ আশপাশে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালিবাড়ী মন্দিরে এসে শেষ হয়। শোভাযাত্রায় পাটকেলঘাটা মাধ্যমিক বিদ্যালয়, তৈলকুপী, কাশিপুর, খলিষখালী, মাদরা, দলুয়া, কুমিরা, সরুলিয়া সহ বিভিন্ন এলাকা হতে ভক্তবৃন্দ শোভাযাত্রায় অংশ গ্রহন করে। এছাড়া কুমিরা ও খলিষখালী বাজারে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

 

 

সুন্দরবনটাইমস.কম/মো: মুজিবর রহমান/পাটকেলঘাটা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক