পাটকেলঘাটায় সড়ক দূর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত

প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২৩ | আপডেট: ৩:৫৩:অপরাহ্ণ, জুলাই ২১, ২০২৩
পাটকেলঘাটা হারুণ-অর-রশিদ ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারি অধ্যাপক ফকির আহম্মদ শাহ(৫৯)। ছবিটি ফেসবুক থেকে নেওয়া।
সাতক্ষীরা জেলার পাটকেলঘাটায় সড়ক দূর্ঘটনায় ফকির আহম্মদ শাহ(৫৯) নামে এক কলেজ শিক্ষকের প্রান হানি ঘটেছে।  মঙ্গলবার(১০ জানুয়ারি)  সকালে সাড়ে নয়টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ভৈরব নগর নামক স্থানে মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে।
 
নিহত ওই কলেজ শিক্ষক পাটকেলঘাটা হারুণ-অর-রশিদ ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারি অধ্যাপক ছিলেন।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে যাত্রীবাহি মাহেন্দ্রযোগে কলেজে আসছিলেন তিনি। পথিমধ্যে মহাসড়কের ভৈরব নগর মোড় নামক স্থানে পৌছালে সাতক্ষীরা থেকে খুলনা গামী একটি বাস মাহিন্দ্রটিকে ধাক্কা দেয়। এতে মাহেন্দ্রটি উল্টে পাশের খাদে পড়ে গুরত্বর আহত হন ওই শিক্ষক।
 
পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এরপর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে খুলনা সিটি মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১.২০ মিনিটের দিকে তাঁর মৃত্যু হয়।
 
পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ(ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, ঘাতক বাসটি  থানা হেপাজতে রয়েছে। তবে চালক বা হেলপার কাউকে আটক করা সম্ভব হয়নি।

আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স