পাটকেলঘাটায় বস্তাবন্দী অবস্থায় প্রাইভেটকার চালক উদ্ধার

প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৪ | আপডেট: ১:৫৩:অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৪
সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থেকে হাত পা বাঁধা অবস্থায় শেখ শাহিন(৪২) নামে এক গাড়ি চালককে উদ্ধার করা হয়েছে। বুধবার(২৪ জানুয়ারী) সকালে পাটকেলঘাটা থানার মির্জাপুর বাজার সংলগ্ন এলাকা থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় জনতা। আহত শেখ শাহিন খুলনা সদর উপজেলা আনসার আলীর ছেলে। বর্তমানে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে মির্জাপুর বাজারের পোষ্ট অফিসের পাশে একটি প্রাইভেট কারে হাত পা বাঁধা ও বস্তাবন্দি অবস্থায় একজনকে দেখতে পায় স্থানীয়রা। পরে তাকে প্রাইভেট কারের ভিতর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। প্রথমে তাকে  উদ্ধার করে পাটকেলঘাটা পপুলার ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
পাটকেলঘাটা থানা উপ-পরিদর্শক আমির হোসেন জানান, ঘটনাস্থল থেকে একটি প্রাইভেটকার(ঢাকা মেট্টো-গ-৩৭-৭৭৮৫) উদ্ধার করা হয়েছে । প্রাথমিক তদন্তে প্রাইভেটকারটির মালিক সাতক্ষীরা সদর উপজেলার পলাশপোল এলাকার সঞ্জয় দাশ(পিন্টু) বলে জানা গেছে। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসাপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।
কিশোর কুমার/ডেক্স

আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক