পাটকেলঘাটায় ভারতীয় টাকা সহ ২ প্রতারক চক্রের সদস্য আটক

প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০১৯ | আপডেট: ৮:৩১:অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০১৯

ডেক্স রিপোর্ট:
সাতক্ষীরার পাটকেলঘাটায় থানা পুলিশের এক বিশেষ অভিযানে ভারতীয় টাকা সহ প্রতারক চক্রের ২ সদস্য আটক হয়েছে। শুক্রবার (২৩ আগষ্ট) দুপুর ১.৪৫ মিনিটের দিকে পাটকেলঘাটার কুমিরা পাইলট বালিকা বিদ্যালয়ের পিছন থেকে পাটকেলঘাটা থানা পুলিশ তাদের আটক করে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

সূত্রে জানা যায়, খুলনা থেকে আগত ২ প্রবাসীকে ৩ লক্ষ ভারতীয় রুপির বিনিময়ে বাংলাদেশী ২ লক্ষ টাকা দেবে বলে তাদেরকে পাটকেলঘাটার কুমিরায় আসতে বলে। প্রবাসীদের সাথে টাকা বিনিময়ের সময় প্রবাসীদ্বয় দেখে ভারতীয় রুপির ব্যান্ডেলে উপরে ৬ খানা ২০০ টাকার নোট ভিতরে সাদা নোট এ দেখে তারা পুলিশের খবর দেয়।

খবর পেয়ে পাটকেলঘাটা থানার ওসি (তদন্ত) জিল্লাল হোসেন, এস আই ফরিদ হোসেন, এস আই প্রদ্যুৎ সহ সঙ্গীয় ফোর্স নিয়ে কুমিরা থেকে আশাশুনি থানার কুড়িকাহনিয়া গ্রামের ফজর আলী সানার পুত্র আশরাফুল ইসলাম ও একই গ্রামের রেজাউল করিমের পুত্র রমজান আলী (৩০) কে হাতে নাতে গ্রেফতার করে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম রেজা জানান, গ্রেফতারকৃত প্রতারক চক্রের ২ সদস্যকে শনিবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

 

 

সুন্দরবনটাইমস.কম/মো: মুজিবর রহমান/পাটকেলঘাটা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক