পাটকেলঘাটায় দুই ব্যবসায়ীকে ১০হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, মে ২২, ২০২২ | আপডেট: ৫:৩৭:অপরাহ্ণ, মে ২২, ২০২২
বেশিদামে পন্য বিক্রি সহ অস্বাস্থ্যকর পরিবেশ ভেজাল পন্য উৎপাদনের দায়ে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটার দুই ব্যবসায়ীকে দশ হাজার টাকা জরিমানা প্রদান করেছে জেলা ভোক্তা সংরক্ষন অধিদপ্তর। 
 
রবিবার(২২ মে) সকালে পাটকেলঘাটার চৌগাছা ও ওভারব্রিজ এলাকায় অভিযান চালায় তারা।
 
এসময় চৌগাছা এলাকার ফারিয়া ফুডের স্বত্বাধিকারী শেখ মাহাফুজুল হককে ভেজাল খাদ্য উৎপাদনের জন্য ৫ হাজার টাকা ও ওভারব্রিজ এলাকার নাভানা ট্রেডার্সের স্বাত্বাধিকারী শেখ মেহেবুব ইসলামকে বেশি দামে তেল  বিক্রির কারনে ৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
 
সাতক্ষীরা ভোক্তা সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক নাজমুল হাসান জানান, জেলাব্যাপি অস্বাস্থ্যকর ও ভেজাল খাদ্য উৎপাদান সহ অসাধু ব্যবসায়ীরা বেশি দামে পন্য বিক্রয়ের কারনে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনহীন হয়ে পড়ছে।  একারনে জেলা ব্যাপি এ অভিযান পরিচালনা করা হচ্ছে।  আজ পাটকেলঘাটায় দুই ব্যবসায়ীকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দ্রব্যমূল্য স্থিতি রাখাসহ ভেজাল খাদ্য উৎপাদনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। 
 
কিশোর কুমার/ডেক্স

আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স